ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুর্নীতির তদন্ত শুরু পার্বতীপুরে ১০৩ আনন্দ স্কুল বন্ধ

প্রকাশিত: ০৬:২৪, ১৯ জুন ২০১৫

দুর্নীতির তদন্ত শুরু  পার্বতীপুরে  ১০৩  আনন্দ স্কুল  বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর ১৮ জুন ॥ পার্বতীপুরে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ১০৩টি আনন্দ স্কুলের কার্যক্রম কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছেন। বৃহস্পতিবার যোগাযোগ করা হলে রস্ক (জঙঝঈ. জবধপযরহম ড়ঁঃ ড়ভ ংপযড়ড়ষ পযরষফৎবহ, ঢ়যধংব.২) এর প্রশিক্ষণ সমন্বয়কারী সজিদ আল মুহিত জানান, রস্ক-এর প্রকল্প পরিচালক ৫ মে এ সমস্ত স্কুল বন্ধের নির্দেশনা দিয়েছেন। জড়িতদের অনিয়ম ও দুর্নীতি খুঁজে পেতে তদন্ত শুরু হয়েছে। জানা যায়, আনন্দ স্কুল প্রতিষ্ঠিতার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়েছে। ঝরেপড়া ছেলেমেয়েদের উদ্ধার করে স্কুলগামী করার উদ্দেশ্যেই এই স্কুল গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। ২০১১ সালে বিশ্বব্যাংকের অর্থায়নে রক্স প্রকল্পের আওতায় এখানে ৩৬টি স্কুল কার্যক্রম শুরু হয়। ২০১৪ সালে দ্বিতীয় ফেজে প্রতিষ্ঠিত করা হয় আরও ১০৩টি স্কুল। অভিযোগ উঠেছে এসব স্কুলের স্থান নির্ধারণ ও শিক্ষক নিয়োগ সবটাই হয়েছে অনিয়মের মধ্যে। রস্ক এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. এম মিজানুর রহমান বৃহস্পতিবার মোবইল ফোনে জানান, প্রাথমিক পর্যায়ে অনিয়মের মধ্যে গঠিত ১০৩টি স্কুলের কার্যক্রম বন্ধ করা হয়েছে। তদন্ত চলছে।
×