ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেস-ট্রাক্টর লরি সংঘর্ষ, আহত ১৫

প্রকাশিত: ০৫:৫৬, ১৯ জুন ২০১৫

গফরগাঁওয়ে তিস্তা এক্সপ্রেস-ট্রাক্টর লরি সংঘর্ষ,  আহত ১৫

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ১৮ জুন ॥ বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ঢাকা-ময়মনসিংহ রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাক্টর লরির সংঘর্ষ হয়। সংঘর্ষে ঢাকা ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৫ জনকে গফরগাঁও স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতাল ও চিকিৎসাধীন যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি পৌনে ৬টার দিকে গফরগাঁও-ময়মনসিংহ রেলপথের ফাতেমানগর (কালির বাজার) রেলস্টেশন অতিক্রমকালে রেললাইন ঘেঁষে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টর লরির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এ সময় ট্রেনের দরজার সামনে দাঁড়িয়ে থাকা অন্তত ১৫ যাত্রী আহত হয়। এদের মধ্যে কুমিল্লার বুড়িচং উপজেলার বাসিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুমান (২০), জামালপুর সদরের বাসিন্দা ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জনি (২১), গফরগাঁও উপজেলার দীঘিরপাড় গ্রামের রিয়াদ (১৯), ষোলহাসিয়া গ্রামের আসিবুল ইসলাম নবাব (২০), দীঘিরপাড়া গ্রামের জিয়াকে (২৩) গুরুতর আহত অবস্থায় প্রথমে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপেক্সে, পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
×