ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জরায়ু ক্যান্সার চিকিৎসায় বঙ্গবন্ধু মেডিক্যালের সাফল্য

প্রকাশিত: ০৪:২৯, ১৯ জুন ২০১৫

জরায়ু ক্যান্সার চিকিৎসায় বঙ্গবন্ধু মেডিক্যালের সাফল্য

স্টাফ রিপোর্টার ॥ মহিলাদের জরায়ু ক্যান্সার চিকিৎসায় ব্যাপক সাফল্য দেখিয়েছে বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। ‘ইস্টাবলিসমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল এ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এ্যান্ড ট্রেনিং’ প্রকল্পের মাধ্যমে এ সফলতা এসেছে। এ প্রকল্পের আওতায় দেশব্যাপী এ পর্যন্ত প্রায় সাড়ে ৯ লাখ মহিলার ভায়া টেস্টের মাধ্যমে জরায়ু ক্যান্সারের পূর্ববর্তী লক্ষণ নির্ধারণের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৫০ হাজার মহিলা জরায়ু ক্যান্সারে আক্রান্ত হতে পারে বলে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়। ভায়া টেস্টে প্রাপ্ত পজিটিভ ওই সকল মহিলা রোগীদের পরবর্তীতে আরও পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন ও যথাযথ সুচিকিৎসা এ প্রকল্পের আওতায় দেয়া হয়েছে এবং যা চলমান রয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ই-ব্লকের চারতলায় ক্লাসরুমে ‘কল্পোস্কেপি ট্রেনিং অন সার্ভিক্যাল এ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম’ শীর্ষক প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ’র প্রক্টর ও ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ হাবিবুর রহমান দুলাল, বিএসএমএমইউ’র রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ মোঃ আসাদুল ইসলাম, অবস এ্যান্ড গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সালেহা বেগম চৌধুরী, ‘ইস্টাবলিসমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল এ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এ্যান্ড ট্রেনিং’ প্রকল্পের পরিচালক অধ্যাপক ডাঃ আশরাফুন্নেসা, প্রশিক্ষক ভারতের চিত্তরঞ্জন ক্যান্সার ইনস্টিটিউটের কনসালটেন্ট ডাঃ শ্রাবণী মৌত্তাল প্রমুখ। অনুষ্ঠানে ‘ইস্টাবলিসমেন্ট অব ন্যাশনাল সেন্টার ফর সার্ভিক্যাল এ্যান্ড ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং এ্যান্ড ট্রেনিং’ প্রকল্পের কার্যক্রমের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উপ-প্রকল্প পরিচালক ডাঃ রেহেনা আখতার।
×