ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নৌপ্রধানের সঙ্গে বিদায়ী সেনা ও নয়া বিমানবাহিনী প্রধানের সাক্ষাত

প্রকাশিত: ০৪:২৯, ১৯ জুন ২০১৫

নৌপ্রধানের সঙ্গে  বিদায়ী সেনা ও  নয়া বিমানবাহিনী  প্রধানের সাক্ষাত

বিদায় সেনাবাহিনীপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং নবনিযুক্ত বিমানবাহিনীপ্রধান এয়ার মার্শাল আবু এসরার বৃহস্পতিবার বনানীর নৌ সদর দফতরে নৌবাহিনীপ্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। সকালে প্রথমে নবনিযুক্ত বিমানবাহিনীপ্রধান নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তিনি নৌ প্রধানের সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন এবং পারস্পরিক কুশল বিনিময় করেন। দুপুরে বিদায়ী সেনাবাহিনী প্রধানের সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়। এর আগে নবনিযুক্ত বিমানবাহিনীপ্রধান ও বিদায়ী সেনাবাহিনীপ্রধান পৃথক সময়ে নৌ সদরে এসে পৌঁছলে সহকারী নৌপ্রধান (পার্সোনেল) রিয়ার এডমিরাল এম শাহীন ইকবাল এবং পরিচালক, নৌ অপারেশন্স পরিদফতর কমোডর খোন্দকার মিসবাহ-উল আজীম তাদের স্বাগত জানান। এ সময় নৌবাহিনীর একটি সু-সজ্জিত দল তাঁদের গার্ড অব অনার প্রদান করে। উভয়ে সালাম ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় অন্যদের মধ্যে নৌসদরের পিএসও এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।Ñআইএসপিআর
×