ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পুরনো মুদ্রা বিনিময়ে জিম্বাবুইয়ে সাড়া কম

প্রকাশিত: ০৪:১৬, ১৯ জুন ২০১৫

পুরনো মুদ্রা বিনিময়ে জিম্বাবুইয়ে সাড়া কম

জিম্বাবুইয়েতে পুরনো মুদ্রা বিনিময় করে মার্কিন ডলার দেয়ার সরকারী প্রস্তাবে খুব কম মানুষ সাড়া দিয়েছে। সেখান থেকে পাওয়া খবরে বলা হচ্ছে, খুব কম মানুষ সরকারের কাছ থেকে দেশী মুদ্রা বদল করে মার্কিন ডলার নিয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালে মূল্যস্ফীতি ২,৩০০ লাখ শতাংশ বাড়ার পর জিম্বাবুইয়ে নিজেদের মুদ্রা বিলুপ্ত করে। মার্কিন ডলার হলো বিশ্বের সর্বাধিক চাহিদার মুদ্রাগুলোর একটি। কিন্তু এখন অনেকেই অসন্তুষ্ট যে তাদেরক খুব কম পরিমাণ অর্থ দেয়ার প্রস্তাব করা হয়েছে। বলা হচ্ছে, এক লাখ কোটি জিম্বাবুইয়ে ডলার বিনিময় করে মাত্র ৪০ মার্কিন সেন্ট পাওয়া যাবে। কেউ কেউ বলছেন, কেন্দ্রীয় ব্যাংক আবারও পুরনো মুদ্রা চালু করার পরিকল্পনা করছে। তবে অর্থমন্ত্রী প্যাট্রিক চেনামাসা তা অস্বীকার করেছেন। Ñঅর্থনৈতিক রিপোর্টার
×