ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আবারও শুরু হচ্ছে ধারাবাহিক ‘রোজাদার’

প্রকাশিত: ০৭:০৭, ১৮ জুন ২০১৫

আবারও শুরু হচ্ছে ধারাবাহিক ‘রোজাদার’

সংস্কৃতি ডেস্ক ॥ রমজান উপলক্ষে একুশে টেলিভিশনে আবারও শুরু হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘রোজাদার’। নাটকটি রচনা করেছেন ইকবাল খন্দকার। পরিচালনা করেছেন দীপু হাজরা। রোজা সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর জন্যেই মূলত নির্মাণ করা হয় নাটকটি। আর প্রতিবছরই বেছে নেয়া হয় নতুন নতুন বিষয়কে। যে বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখা প্রতি রোজাদারেরই কর্তব্য। অন্য বছরের মতো এ বছরও ‘রোজাদার’ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ড. ইনামুল হক। আরও অভিনয় করেছেন নিথর মাহবুব, পৃথু রাজ, পারভেজ আক্তার, শিখা, রেজাউর রহমান রিজভী, আইরিন তানি, নীলা আফ্রাদ, মাহবুবুর রহমান, মম হোসেন, সনম জেরিন, স্নিগ্ধা সিনহা, আতিকা মম, মেহজাবিন মেহা, অপ্সরী মৌ। একুশে টেলিভিশনে ‘রোজাদার’ প্রচারিত হবে রমজানের প্রতিদিন সন্ধ্যা ৬-৩০ মিনিটে। জি-বাংলায় নওগাঁর লিপি সাহা স্টাফ রিপোর্টার, নওগাঁ ॥ ভারতে জনপ্রিয় টিভি চ্যানেল জি-বাংলার রান্নাঘর অনুষ্ঠানে আজ বৃহস্পতিবার অংশ নিচ্ছেন নওগাঁর মেয়ে লিপি সাহা। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় জি বাংলার রান্নাঘরে সুদীপার সঙ্গে তিনি ‘চিকেন ভেজরোল’ রান্না করবেন। নওগাঁ শহরের আনন্দবাজার-গীতাঞ্জলী শপিং কমপ্লেক্সের সানন্দা বিউটি পার্লারের স্বত্বাধিকারী লিপি সাহা জানান, ছোটবেলা থেকেই তার রান্নার বিভিন্ন রেসিপির ওপর বেশ ঝোঁক ছিল। এরই অংশ হিসেবে তিনি জি-বাংলার রান্নাঘর অনুষ্ঠানে সুযোগ পেয়েছেন। ভারতের জি-বাংলার রান্নাঘর অনুষ্ঠানের মাধ্যমে তিনি নওগাঁসহ গোটা বাংলাদেশকে বিশ্বে আরও পরিচিত করে তুলতে পেরে নিজে আনন্দিত ও গর্ববোধ করছেন বলে জানান।
×