ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ঈদের টেলিফিল্ম ‘বাইসাইকেল’

প্রকাশিত: ০৭:০৭, ১৮ জুন ২০১৫

ঈদের টেলিফিল্ম ‘বাইসাইকেল’

স্টাফ রিপোর্টার ॥ সম্প্রতি ‘বাইসাইকেল’ নামের একটি টেলিফিল্ম নির্মাণ করলেন মঞ্চ অভিনেতা এবং জলের গান ব্যান্ডের ভোকালিস্ট এবিএস জেম। এর মাধ্যমে ছোট পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হলো জেমের। ‘বাইসাইকেল’ টেলিফিল্মের চিত্রনাট্য রচনা করেছেন জায়েদ-উল-এহসান। রাজধানীর বিউবিটি বিশ্ববিদ্যালয়, খিলগাঁও, বাসাবো ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে টেলিফিল্মের শূটিং হয়েছে। টেলিফিল্মের বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- আজাদ আবুল কালাম, ইমতু রাতিস, রানী আহাদ, তানজিন তিশা, কাজী উজ্জ্বল, নিশির সরেন, কামরুল তিহান, সামিয়া, কুদরত কমল, ফারদিদ সানি, পান্থ আফজাল প্রমুখ। টেলিফিল্ম পরিচালনার অনুভূতি প্রসঙ্গে জেম বলেন, অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম টিভি মিডয়ায় একটা কিছু করার। টেলিফিল্মটি নির্মাণ করতে পেরে ভাল লাগছে। এর আগে মঞ্চ এবং ভিজ্যুয়াল মাধ্যমের ছোট পরিসরে পরিচালনা করেছি কিন্তু প্রফেশনালি টেলিফিল্ম পরিচালনায় এবারই প্রথম। আগামী ঈদ উল ফিতরে কোনও একটি চ্যানেলে টেলিফিল্মটি প্রচারের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। টেলিফিল্মের গল্প প্রসঙ্গে জেম বলেন, ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রত্যয়। খুব বেশি মেধা না থাকায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ হয়নি তার। এ দিকে অর্থের অভাবে তার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাটাও কঠিন। এই পরিস্থিতি তার একার নয়, আরও অনেকের। তবে অন্য সবার মতো টিউশনি করে অথবা পার্ট টাইম চাকরি করে নয় বরং প্রত্যয়ের সবচেয়ে ঘনিষ্ঠ এবং একমাত্র সঙ্গেই মাধ্যমেই অর্থের ব্যবস্থা করে যাচ্ছে সে। অসংখ্য মানুষের কোলাহল মুখর নিঃসঙ্গ এই ঢাকাতে তার একমাত্র সঙ্গী সাইকেল। নিজের সাইকেল না থাকলেও বড় ভাইদের কাছ থেকে ধার নিয়ে সাইকেল স্ট্যান্টের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সে। অসম্ভব রকম শৈল্পিক ক্রীড়া দেখিয়ে সবাইকে ছাড়িয়ে এগিয়ে যায়।
×