ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রমজানের যত এ্যালবাম

প্রকাশিত: ০৭:০৬, ১৮ জুন ২০১৫

রমজানের যত এ্যালবাম

স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল থেকে শুরু হচ্ছে মুসলমানদের প্রধান ধর্মীয় উপাসনার মাস পবিত্র মাহে রমজান। বছরের বিভিন্ন উৎসবের মতো এ উৎসবকে সামনে রেখে দেশের অডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো প্রকাশ করেছে মিক্সড এবং সলো এ্যালবাম। এসব এ্যালবােেমর মধ্যে রয়েছে হামদ-নাত ও কাওয়ালির অডিও-ভিডিও এ্যালবাম। এসব এ্যালবামের বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন কনক চাঁপা, রওশনা আরা মুস্তাফিজ, জিনাত রেহানা, খালিদ হোসেন, এমএ মান্নান ও ফেরদৌসী রহমানসহ নবীন-প্রবীণ অনেক শিল্পী। ইতোমধ্যে বেশ কিছু এ্যালবাম বাজারে এসেছে, আরও কিছু এ্যালবাম অতি সত্তরই আসবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে। রমজান উপলক্ষে নতুন এ্যালবাম প্রকাশ প্রসঙ্গে লেজার ভিশনের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, রমজান উপলক্ষে বেশ কিছু ভাল গানের এ্যালবাম শ্রোতাদের হাতে তুলে দিতে পেরে আমরা আনন্দিত। আশা করি গানগুলো সবার ভাল লাগবে। অন্যদিকে রোজাকে কেন্দ্র করে জি সিরিজ কয়েকটি এ্যালবাম প্রকাশ করবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির কর্ণধার নাজমুল হক ভূঁইয়া এ প্রসঙ্গে বলেন, রমজান উপলক্ষে আমরা বেশ কিছু এ্যালবাম প্রকাশ করতে যাচ্ছি। কয়েকদিন পরে এ এ্যালবামগুলোর বিষয়ে বিস্তারিত জানানো হবে। জানা গেছে রমজান উপলক্ষে লেজার ভিশন বাজারে এনেছে ৬টি এ্যালবাম। এর মধ্যে রয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কনক চাঁপার ইসলামী গানের এ্যালবাম ‘এই সুন্দর ফুল’। এ্যালবামে ৭টি হামদ ও নাত স্থান পেয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি ট্র্যাক হলো ‘আল্লাহতে যার পূর্ণ ঈমান’, ‘মোহাম্মদের নাম জপেছিলি’, ‘তৌহিদেরই মুর্শিদ আমার’ ও ‘এই সুন্দর ফুল সুন্দর ফল’। একই ব্যানার থেকে প্রকাশিত হয়েছে সৈয়দ আবুল হোসেনের কথায় রাফাতের কণ্ঠে কাওয়ালির অডিও-ভিডিও এ্যালবাম ‘আল্লাহ তুমি দয়াময়’ এবং ওবায়দুর রহমানের হামদ-নাতের এ্যালবাম ‘ত্রাণ কর মাওলা’। ঝন্টু আর্ট প্রোডাকশন এনেছে হামদ-নাতের মিক্সড এ্যালবাম ‘আল্লাহ্ রাহমানুর রাহিম’। এ্যালবামে কণ্ঠ দিয়েছেন রওশন আরা মুস্তাফিজ, জিনাত রেহানা, খালিদ হোসেন, এমএ মান্নান, ফেরদৌসী রহমান, রাহাত আরা গীতি প্রমুখ। একই প্রতিষ্ঠান থেকে এসেছে হামদ-নাতের মিক্সড এ্যালবাম ‘তোমার করুণা যত’। কণ্ঠ দিয়েছেন এমএ মান্নান, ইসমত আরা, সোহরাব হোসেন, বশীর আহমেদ, সৈয়দ আবদুল হাদী, সালাউদ্দিন আহমেদ, শাম্মী আক্তার প্রমুখ। দুটি এ্যালবামেই ১৮টি করে হামদ-নাতরয়েছে। তরুণ কণ্ঠশিল্পী আপন আহসানের ইসলামী গানের এ্যালবাম ‘ভাবো আরেকবার’। ঝন্টু আর্ট প্রোডাকশনের এ্যালবামগুলো পরিবেশনা আছে লেজার ভিশন। প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস বাজারে এনেছে হামদ-নাতের মিক্সড এ্যালবাম ‘তৌহিদেরই ?মুর্শিদ আমার’। এতে গান গেয়েছেন শামীমা আলম চিনু, কাজী শুভ ও নজরুল ইসলাম। ঈগল মিউজিক প্রকাশ করেছে ইসলামী গানের মিক্সড এ্যালবাম ‘আল্লাহু আকবার’। এতে কণ্ঠ দিয়েছেন
×