ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

২০১৬ সালে টিস্যু উৎপাদনে যাবে হাক্কানী পাল্প

প্রকাশিত: ০৬:৫০, ১৮ জুন ২০১৫

২০১৬ সালে টিস্যু উৎপাদনে যাবে হাক্কানী পাল্প

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত পেপার এ্যান্ড প্রিন্টিং খাতের কোম্পানি হাক্কানী পাল্পের পরিচালনা পর্ষদ বিএমআরই এবং টিস্যু প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ২০১৬ সালের জুলাই থেকে টিস্যু প্রকল্পের পরীক্ষামূলক ও বাণিজ্যিক উৎপাদন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, রাইটিং প্রিন্টিং ও গ্লোসি পেপার প্রকল্পের কাজ ২০১৭ সালের জুলাই থেকে শুরু হবে। এর আগে কোম্পানিটি ডিএসইর বরাত দিয়ে গ্লোসি, অফসেট ও টিস্যু পেপার উৎপাদন সম্পর্কে একটি সংবাদ প্রকাশ করেছিল। এই নতুন প্রকল্পে কোম্পানির প্রতিদিন ৬০ টন উৎপাদন ক্ষমতা বাড়বে। আর এই প্রকল্প বাস্তবায়নের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ৪২ কোটি ২৫ লাখ টাকার ঋণ অনুমোদন করেছে। কোম্পানিটি সোস্যাল ইসলামী ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ঋণ নেবে। অন্যদিকে কোম্পানিটি বিদ্যামান বর্জ্য শোধনাগার (ইটিপি) পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। এতে দিনে কোম্পানির ১২০০ ঘনমিটার বর্জ্য শোধন করা সম্ভব হবে। জানা গেছে, এই প্রকল্পের জন্য কোম্পানির মোট ১ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় হবে। আর কোম্পানিটি নিজস্ব তহবিল থেকে এই অর্থের যোগান দেবে। প্রথম দিনে তসরিফার ২৭ শতাংশ শেয়ার লেনদেন অর্থনৈতিক রিপোর্টার ॥ বুধবার লেনদেন শুরুর প্রথমদিনে তসরিফা ইন্ডাস্ট্রিজের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ইস্যু করা শেয়ারের ২৭.০৪ শতাংশ লেনদেন হয়েছে। দিনটিতে কোম্পানিটির ইস্যু করা ২ কোটি ৪৫ লাখ ৬৬ হাজার ২০০ শেয়ারের মধ্যে ৬৬ লাখ ৪৩ হাজার ৫২১ শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য পাওয়া গেছে। দিনশেষে কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৯.৭ টাকা বা ৩৭.৩১ শতাংশ। ২৬ টাকা মূল্যের শেয়ারের দর বেড়ে দিনশেষে ৩৫.৭ টাকায় গিয়ে দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটির শেয়ার সর্বোচ্চ ৫০ টাকা এবং সর্বনিম্ন ৩৫.২ টাকায় লেনদেন হয়েছে।
×