ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

রিপাবলিকান দলের দ্বাদশ প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ জুন ২০১৫

রিপাবলিকান দলের দ্বাদশ প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প

২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পার্টির পক্ষ থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প। তিনি দলের পক্ষে দ্বাদশ মনোনয়ন প্রত্যাশী। তিনি এর আগে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে কখনও মাঠে নামেননি। তবে তার প্রার্থী হওয়া নিয়ে বিভিন্ন সময় কথা উঠেছে। নিউইয়র্কের ফিফথ এ্যাভিনিউয়ে ট্রাম্প টাওয়ারে সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেছেন, আমি আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে নামছি। আমরা আমাদের দেশকে আবার মহান করতে যাচ্ছি। তিনি দাবি করেন, তার ভাগ্য তাকে একজন কার্যকর প্রেসিডেন্ট হতে সহায়তা করবে। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়নের দৌড়ে ১২ জন রয়েছেন। খবর বিবিসির। গেমিং সাইট আনছে গেমিংয়ের জন্য আলাদা সাইট ও এ্যাপ চালু করবে ইউটিউব। এতে ‘গেম’ ও ‘গেমার’ উভয়েরই আলাদা প্রোফাইল থাকবে। গুগল জানিয়েছে, চলতি বছর ব্রিটেন ও যুক্তরাষ্ট্রে এই পরিষেবা চালু হবে। ইউটিউব গেমিংয়ের মাধ্যমে ভক্তদের আকৃষ্টের পরিকল্পনা করছে গুগল। সেদিকে লক্ষ্য রেখেই ২৫ হাজার গেমিং পোর্টালের ডেটার সমন্বয় করবে এটি। - বিবিসি বিশ্বের সবচেয়ে দামী আইসক্রিম গিনেস বুকের রেকর্ড অনুযায়ী, দুবাইয়ের স্কুপি ক্যাফেতে বিক্রি হয় বিশ্বের সবচেয়ে দামী আইসক্রিম। সেরেন্ডিপিডি থ্রি’স ফ্রোজেন হট চকোলেট আইসক্রিম সানডির দাম ২৫ হাজার ডলার। যদিও এর সঙ্গে রয়েছে ১৮ ক্যারেট সোনা ও হিরের ব্রেসলেট ও একটি সোনার চামচ। স্কুপির ‘ব্ল্যাক ডায়ম-’ও মাদাগাস্কারের ভ্যানিলা বিন আইসক্রিম দিয়েই তৈরি। এর টপিংয়ে রয়েছে ২৩ ক্যারেটের গোল্ড ফ্লেক, ইটালিয়ান ট্রুফলস ও দুর্লভ এ্যাম্ব্রোাসিয়াল ইটালিয়ান জাফরান। যার এক আউন্সের দাম ১০০ ডলার।- ফক্সনিউজ
×