ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ক্যালিফোর্নিয়ায় ফ্ল্যাটের ব্যালকনি ধসে নিহত ৬

প্রকাশিত: ০৬:৪৭, ১৮ জুন ২০১৫

ক্যালিফোর্নিয়ায় ফ্ল্যাটের ব্যালকনি ধসে নিহত ৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলেতে একটি ফ্ল্যাট বাড়ির পাঁচতলার ব্যালকনি ধসে ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবারের (স্থানীয় সময়) এ ঘটনায় নিহতদের মধ্যে পাঁচজন আইরিশ শিক্ষার্থী ও অপর এক তরুণী রয়েছেন। আহত আরও সাতজনকে হাসপাতালে ভর্তির কথা জানিয়েছে কর্তৃপক্ষ। খবর বিবিসি ও এএফপির। এক শিক্ষার্থীর ২১তম জন্মদিন উপলক্ষে ওই পাঁচতলায় একটি পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টি চলার সময় রাত ১টার একটু আগে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের পাঁচজনের বয়স ২১ বছর ও অপরজনের ২২। দুর্ঘটনার সময় ১০ ফুট বাই পাঁচ ফুটের ব্যালকনিতে ১৩ জন তরুণ-তরুণী ছিলেন বলে জানিয়েছে পুলিশ। ব্যালকনি ধসে নিচের তলার ওপর গিয়ে পড়ে। সাবেক তুর্কী প্রেসিডেন্ট ডেমিরেল আর নেই তুরস্কের সাবেক প্রেসিডেন্ট সুলেমান ডেমিরেল আর নেই। বুধভার ভোরে তিনি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯০ বছর। দৈনিক সাবাহ ও তুরস্কের অন্যান্য গণমাধ্যম জানিয়েছে, বুধবার ভোরে আঙ্কারার একটি হাসপাতালে তিনি মারা যান। এক বিবৃতিতে আঙ্কারার গুভেন হাসপাতাল কর্তৃপক্ষ তার মৃত্যুর কথা নিশ্চিত করেছে। ১৯৯৩ সাল থেকে ২০০০ পর্যন্ত তিনি তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন। এর আগে ১৯৬০ সাল থেকে ১৯৯০ পর্যন্ত সাতবার তিনি দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। সূত্র : নিউইয়র্ক টাইমস
×