ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কোল্ড স্টোরেজ সিলগালা

চট্টগ্রামে ২০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ কিশমিশ ও খেজুর জব্দ

প্রকাশিত: ০৫:৫৬, ১৮ জুন ২০১৫

চট্টগ্রামে ২০ কোটি টাকার মেয়াদোত্তীর্ণ কিশমিশ ও খেজুর জব্দ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মেয়াদোত্তীর্ণ প্রায় ২০ কোটি টাকা সমমূল্যের ১৫ হাজার কার্টন খেজুর ও কিশমিশ সংরক্ষণের অপরাধে একটি কোল্ড স্টোরেজ সিলগালা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে কোল্ড স্টোরেজের এক তত্ত্বাবধায়ক ও তিন ক্রেতাকে বিভিন্ন মেয়াদে দ- প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এ ঘটনায় যে চারজনকে দ- প্রদান করেন তারা হলেন, কোল্ড স্টোরেজের তত্ত্বাবধায়ক এসকে দত্ত এবং মেয়াদোত্তীর্ণ পণ্যের তিন ক্রেতা দোলন বড়ুয়া, মাহবুবুর রহমান ও নাজিম উদ্দিন। এসকে দত্তকে এক বছরের বিনাশ্রম কারাদ- ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আর ওই তিন ক্রেতাকে ছয়মাস করে কারাদ- প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত সংশ্লিষ্ট আমদানিকারকের লাইসেন্স বাতিলেও নির্দেশ প্রদান করেছে। সিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভীর আরাফাত জানান, নগরীর রেয়াজুদ্দিন বাজার চৈতন্য গলির একটি কোল্ড স্টোরেজে অভিযান চালিয়ে প্রথমে ৪ হাজার কার্টন খেজুর ও পরে একই স্টোরেজ থেকে আরও কিছু খেজুর ও কিশমিশ উদ্ধার করা হয়। সেখান থেকে মোট ১৫ হাজার কার্টন খেজুর ও কিশমিশ মেয়াদোত্তীর্ণ হিসেবে জব্ধ করা হয়। এর মধ্যে ১২ হাজার কার্টন খেজুর ও ৩ হাজার কার্টন কিশমিশ রয়েছে। আটক খেজুর ও কিশমিশের পরিমাণ প্রায় দেড় শ’ মেট্রিক টন। পুলিশ জানায়, কোল্ড স্টোরেজটি সিলগালা করে দেয়া হয়েছে।
×