ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

পেনড্রাইভ নয়, কম্পিউটার!

প্রকাশিত: ০৫:৫১, ১৮ জুন ২০১৫

পেনড্রাইভ নয়, কম্পিউটার!

কম্পিউটার যখন আবিষ্কার হয়েছিল তখন এর আকার ছিল বিশাল। দু’তিনটি বড় রুমের সমান ছিল এক একটি কম্পিউটার। বিজ্ঞানের উৎকৃষ্টতায় কম্পিউটার ছোট হতে হতে এখন পেনড্রাইভের আকারে দাঁড়িয়েছে। ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক ইত্যাদি জনপ্রিয় থাকলেও মানুষ আরও ছোট কম্পিউটার চায়। এ কারণে স্মার্টফোনের ব্যবহার বেড়ে গেছে। মানুষের সেই চাওয়ার দিকে লক্ষ্য রেখে এখন ইনটেল নিয়ে এসেছে পেনড্রাইভ সমতুল্য ক্ষুদ্র কম্পিউটার। কম্পিউটারটির নাম ইনটেল কম্পিউটার স্টিক। এই ক্ষুদ্র কম্পিউটার দিয়ে যে কোন কাজ করা যাবে। তবে প্রয়োজন হবে এইচডিএমআই মনিটর অথবা টেলিভিশন। এটি খুব সহজেই ব্যবহার ও বহন করা যাবে। প্রসেসর এ্যাটোম কোয়াড কোর (১.৩৩ গিগাহার্টস), ২এমবি ফ্ল্যাশ মেমোরি, ২জিবি র‌্যাম, ৩২ জিবি স্টোরেজ, ব্লুটুথ, ওয়াই ফাই, ক্লাউড এ্যাক্সেস, মাইক্রো এসডি কার্ড, উইন্ডোজ ৮.১ উইথ বিং, ডিজিটাল অডিও রয়েছে। খুবই কম বিদ্যুত খরচে এটি ব্যবহার করা যায়। এটি চালাতে ৫ ভোল্ট ও ২ এ্যাম্পিয়ার দরকার হয়। ইতোমধ্যে উন্নত বিশ্বের কয়েকটি দেশে এ কম্পিউটার বাজারজাত করা হয়েছে। বেশ সাড়াও পাওয়া গেছে। রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) অনুষ্ঠিত তিনদিনব্যাপী বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৫’-তে ইনটেল এই পেনড্রাইভ সমতুল্য কম্পিউটার নিয়ে এসেছে। এটা দর্শনার্থীদের কাছে বেশ সাড়া জাগিয়েছে। সূত্র: ইন্টারনেট
×