ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আসামি ৩১

যশোরে ভোট কেন্দ্রে বোমা হামলা মামলার চার্জশীট

প্রকাশিত: ০৬:২৯, ১৭ জুন ২০১৫

যশোরে ভোট কেন্দ্রে বোমা হামলা মামলার চার্জশীট

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের মণিরামপুরে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে পোড়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বোমা হামলা ভাংচুরের মামলায় বিএনপি জামায়াতের ৩১ নেতাকর্মীকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ। মামলার তদন্ত শেষে মঙ্গলবার আদালতে চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই খান আলী আকবর। অভিযুক্ত আসামিরা হলো মণিরামপুরের পাউলিয়া গ্রামের আবু সালেহ ওবাইদুল্লাহ, পোড়াডাঙ্গা গ্রামের নুরুল ইসলাম, নুর নবী, শফিয়ার, ইকবাল, শফিয়ার রহমান, রুহুল আমিন, শাহাদৎ, নেহালপুর গ্রামের খিদির হাসান, শ্যামনগর গ্রামের জলিল গাজী, মিরাজ, আশরাফুল, মাসুদ, ডাঙ্গা মহিষদিয়া গ্রামের ফরিদ, শাহাজাহান, রমজান, কাশেম গাজী, উজির, আসসিংগাড়ি গ্রামের ছলেমান, শামিম, ইলিয়াস, জামাল মোড়ল, আবুল কালাম, সাইফুল, আনিস, আব্দুল মজিদ, শহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, ছালাম, আবুল ও পদ্মনাথপুর গ্রামের ছলেমান। মামলার অভিযোগে জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি মণিরামপুরের ১০ জাতীয় সংসদের ভোট গ্রহণ হয়। এ দিন সকাল ৮টা থেকে পোড়াডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ বন্ধ করার উদ্দেশে সাড়ে ১০টার দিকে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ভোট কেন্দ্রে বোমা হামলা ও ভাংচুর করে। পরিস্থিতি শান্ত করতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি করলে হামলাকারী পালিয়ে যায়। এ ব্যাপারে পরদিন প্রিজাইডিং অফিসার নান্নু রেজা বাদী হয়ে অপরিচিত ব্যক্তিদের আসামি করে মণিরামপুর থানায় মামলা করেন। রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ নিজস্ব সংবাদদাতা, রাঙ্গামাটি, ১৬ জুন ॥ রাঙ্গামাটিতে লংগদুর ভাইবোন ছড়া হত্যাকা-ের প্রতিবাদে ইউপিডিএফের ডাকা অর্ধদিবস সড়ক অবরোধ শান্তি পূর্ণভাবে পালিত হয়েছে। তাদের তিন কর্মী সন্ত্রসীদের ব্রাশ ফায়ারে নিহত হওয়া এই অবরোধের ডাক দেয়। অবরোধ চলাকালীন সময়ে মঙ্গলবার কাপ্তাই হ্রদে কোন ধরনের নৌযান চলাচল করেনি। রাঙ্গামাটি খাগড়াছড়ি ও রাঙ্গামাটি রাজস্থলী সড়কে কোন যানবাহন চলাচল করেনি। এই সময়ে কোথাও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
×