ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ক্রীড়া পরিদফতরের ফুটবল প্রশিক্ষণ

প্রকাশিত: ০৬:২৬, ১৭ জুন ২০১৫

ক্রীড়া পরিদফতরের ফুটবল প্রশিক্ষণ

স্পোর্টস রিপোর্টার ॥ ক্রীড়া পরিদফতর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টে বাছাইকৃত খেলোয়াড়দের প্রশিক্ষণ ক্যাম্প মঙ্গলবার শেষ হয়েছে। ক্রীড়া পরিদফতরের পরিচালক আবুল হাশেম অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সার্টিফিকেট ও খেলার সরঞ্জাম তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে দেশের খ্যাতিমান ফুটবলার গোলাম সারোয়ার টিপু উপস্থিত ছিলেন। এছাড়া বিপিএড কলেজের অধ্যক্ষ হোসনে আরা খানম, বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর বিএ জোবায়ের নিপু, পরিদফতরের সহকারী পরিচালক নাজমুল হাসান লোভন এবং তারিকউজ্জামানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত কোচ মাহবুবুর রহমান লিটু এবং খন্দকার মিজানুর রহমান মিনার প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাদের সহযোগী হিসেবে রয়েছেন ইউনুস আলী বাবলু। ঢাকার মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে গত ৩ জুন অনুর্ধ ১৬ এবং অনুর্ধ ১৮ ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়। আবাসিক এই প্রশিক্ষণ ক্যাম্পে সারাদেশ থেকে বাছাই করা ৬১ ফুটবলার অংশগ্রহণ করছে। এর মধ্যে অ ১৬ গ্রুপে ৩৩ এবং অ ১৮ গ্রুপে ২৮ খেলোয়াড় আছে। গত মেতে ডেভেলপমেন্ট কাপ ফুটবল অনুষ্ঠিত হয়। যেখানে দেশের ৭ বিভাগীয় দল অংশগ্রহণ করে। চট্টগ্রাম বিভাগ চ্যাম্পিয়ন ও ঢাকা রানার্সআপ হয়। সব দল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে প্রশিক্ষণ ক্যাম্প আয়োজন হয়।
×