ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেলিটকের বিশেষ কম্বো প্যাকেজ

প্রকাশিত: ০৪:২২, ১৭ জুন ২০১৫

টেলিটকের বিশেষ কম্বো প্যাকেজ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগ ও বাংলাদেশ কম্পিউটার সমিতির যৌথ আয়োজনে ‘বাংলাদেশ আইসিটি এক্সপো-২০১৫’ উপলক্ষে টেলিটক বাংলাদেশ লিঃ ‘ঈড়সনড় ঝঃধহফধৎফ’ ও ‘ঈড়সনড় গধংংরাব’ নামে ২টি আকর্ষণীয় অফার চালু করেছে। ঈড়সনড় ঝঃধহফধৎফ- প্যাকেজের জন্য টেলিটকের গ্রাহকগণ ৩৫৯ টাকা (সম্পূরক শুল্ক ও ভ্যাট অন্তর্ভুক্ত) রিচার্জের বিনিময়ে ৫০০ মিনিট টক টাইম (যে কোন অপারেটরে), ৫০০টি এসএমএস (যে কোন অপারেটরে) এবং ১ জিবি ডাটার (স্পিড ৫১২ কেবিপিএস) প্যাকটি পাবেন এবং এর মেয়াদ ৩০ দিন। ঈড়সনড় গধংংরাব- প্যাকেজের জন্য টেলিটকের গ্রাহকগণ ৫১৯ টাকা (সম্পূরক শুল্ক ও ভ্যাট অন্তর্ভুক্ত) রিচার্জের বিনিময়ে ৬০০ মিনিট টক টাইম (যে কোন অপারেটরে), ৬০০টি এসএমএস (যে কোন অপারেটরে) এবং ২ জিবি ডাটার (স্পিড ৫১২ কেবিপিএস) প্যাকটি পাবেন এবং এর মেয়াদ ৩০ দিন। -বিজ্ঞপ্তি। বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) এর সঙ্গে পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দসহ পানি উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই’র প্রডাক্ট সার্টিফিকেশন এক্সপার্ট অধ্যাপক ড. কে এম ফরমুজুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসটিআই’র পরিচালক (সিএম) কমল প্রসাদ দাস। - বিজ্ঞপ্তি
×