ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিডিবিএল এখন রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক

প্রকাশিত: ০৪:২০, ১৭ জুন ২০১৫

 বিডিবিএল এখন রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ রাষ্ট্রীয় বিশেষায়িত খাতের বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এখন থেকে বাণিজ্যিক ব্যাংক হিসেবে পরিগণিত হবে। সংশোধিত ব্যাংক কোম্পানি আইন অনুসারে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। এর আগে বিশেষায়িত খাতের বেসিক ব্যাংককেও একইভাবে বাণিজ্যিক ব্যাংক হিসেবে রূপান্তর করা হয়। সূত্রমতে, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের নাম থেকে ‘ডেভেলপমেন্ট’ শব্দটি বাদ দিয়ে নতুনভাবে নামকরণের জন্য সুপারিশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের সহায়তার জন্য অর্থ মন্ত্রণালয়কেও অবহিত করা হয়েছে। তথ্যমতে, ২০০৯ সালের ১৬ নবেম্বর সরকারের সিদ্ধান্ত মোতাবেক সরকারী মালিকানাধীন বাংলাদেশ শিল্প ব্যাংক এবং বাংলাদেশ শিল্প ঋণ সংস্থাকে একীভূত করে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লি. নাম দেয়া হয়। শিল্প ব্যাংক ও শিল্প ঋণ সংস্থা বিশেষায়িত ব্যাংক হিসেবে পরিগণিত হওয়ায় নতুন নামের এ ব্যাংকটিও রাষ্ট্রীয় খাতের বিশেষায়িত হিসেবে ধরা হয়েছিল। কিন্তু বেসিক ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের মতো কর্মকা- পরিচালনা করায় গত গত বছরের ১৪ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ সভায় ব্যাংকটিকে বাণিজ্যিক হিসেবে প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। একই বিবেচনায় বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংককেও রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক হিসেবে প্রদর্শনের পরামর্শ দেয়া হয়। কেন্দ্রীয় ব্যাংক সূত্র আরও জানায়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের নামের সঙ্গে ডেভেলপমেন্ট শব্দটি থাকা সঙ্গতিপূর্ণ নয় বিধায় ব্যাংকটিকে তাদের নাম থেকে ডেভেলপমেন্ট শব্দটি বাদ দিয়ে নতুনভাবে নামকরণেরও নির্দেশ দেয়া হয়েছে। ডব্লিউসিওর কারিগরি সহায়তা চায় শুল্ক বিভাগ অর্থনৈতিক রিপোর্টার ॥ বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশের শুল্ক বিভাগ। সেই সঙ্গে ডব্লিউসিওতে বাংলাদেশীদের আরও অংশগ্রহণের সুযোগদানেরও আহ্বান জানানো হয়েছে। সম্প্রতি বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সংস্থাটির সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে এ আহ্বান জানান ব্রাসেলস সফররত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। এনবিআর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ১৭৯টি দেশের শুল্ক বিভাগের সমন্বয়ে গঠিত সংস্থাটির ওই সম্মেলনে এনবিআর চেয়ারম্যান বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ডব্লিউসিও’র কাউন্সিল অধিবেশন চলাকালীন সংস্থাটির মহাপরিচালক কুনিও মিকুরিয়া ও পরিচালক গোজাং ঝু’র সঙ্গে আলাদা আলাদা বৈঠকে মিলিত হন। বৈঠককালে ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ কর্তৃক গৃহীত সংস্কার ও আধুনিকায়ন কর্মসূচী তুলে ধরেন।
×