ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আল কায়েদার ইয়েমেন শাখা প্রধান বুহাইশি নিহত

প্রকাশিত: ০৪:১৭, ১৭ জুন ২০১৫

আল কায়েদার ইয়েমেন শাখা প্রধান বুহাইশি নিহত

ওসামা বিন লাদেনের এক সময়ের সহযোগী আল কায়েদার ইয়েমেন শাখার আল কায়েদা ইন দ্য এ্যারাবিয়ান পেনিনসুলা বা (একিউএপি) শীর্ষ নেতা নাসের আল বুহাইশি নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ড্রোন হামলায় তিনি নিহত হয়েছেন, ইয়েমেনের দুজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে সোমবার এ খবর দিয়েছে সিএএন। এ খরব সত্যি হলে তা লাদেন প্রতিষ্ঠিত আল কায়েদার অন্যতম সক্রিয় শাখা একিউএপি-র জন্য বড় ধরনের বিপর্যয়ের কারণ হবে। আন্তর্জাতিক এয়ারলাইনগুলোর বিরুদ্ধে হামলার পরিকল্পনা করা ছাড়াও গোষ্ঠীটি ফরাসি ব্যঙ্গ সাময়িকী শার্লি হেবদোতে চালানো হামলার দায়ও স্বীকার করেছিল।-ওয়েবসাইট ভূমিকম্পে ৩ সেমি সরে গেছে এভারেস্ট নেপালে ভয়াবহ ভূমিকম্পের কারণে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট দক্ষিণ-পশ্চিম দিকে ৩ সেন্টিমিটার (১.২ ইঞ্চি) সরে গেছে। চীনের জাতীয় জরিপ, মানচিত্র ও ভূতত্ত্ব প্রশাসনের বরাত দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত চায়না ডেইলির খবরে বলা হয়েছে, ভূমিকম্পের আগে মাউন্ট এভারেস্ট বছরে ৪ সে. মি. গতিতে গত এক দশকে ৪০ সে. মি. উত্তর-পূর্বে সরে গিয়েছিল। একই সময়ে পর্বত ৩ সে.মি. উঁচু হয়েছিল। তবে নেপালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে পর্বতের এই ধারাবাহিক সরে যাওয়ার পথ উল্টে যায়। পর্বত উত্তর-পূর্ব দিকের পরিবর্তে ৩ সে.মি. দক্ষিণ-পশ্চিম দিকে সরে গেছে। ভূমিকম্পের ফলে এভারেস্টে তুষারপাত হয়। এতে ১৮ জনের প্রাণহানি ও পর্বতে ওঠার বেস ক্যাম্প ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফলে চীন ও নেপাল কর্তৃপক্ষ চলতি বছর সব ধরনের পর্বতারোহণ বাতিল করে দিয়েছে। এভারেস্ট চীন ও নেপাল সীমান্তে অবস্থিত। গত ২৫ এপ্রিল ও ১২ মে নেপালে দুটি ভূমিকম্পে ৮ হাজার ৭শ’র বেশি লোক নিহত এবং ৫ লাখ বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। ভূমিকম্পের ফলে অনেক জায়গায় ভূমিধস হয়েছে। চায়না ডেইলির খবরে আরও বলা হয়েছে, দ্বিতীয় দফার ভূমিকম্পে এভারেস্টের অবস্থানের কোন পরিবর্তন হয়নি। নেপালে দ্বিতীয় দফায় ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। -এএফপি
×