ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইএসে যোগ দিতে সিরিয়ায় ভাইয়ের কাছে যেতে পারে

নয় সন্তানসহ নিখোঁজ ব্রিটিশ তিন বোন

প্রকাশিত: ০৪:১৫, ১৭ জুন ২০১৫

নয় সন্তানসহ নিখোঁজ ব্রিটিশ তিন বোন

যুক্তরাজ্যের ওয়েস্ট ইয়র্কশায়ার থেকে তিন বোন তাদের নয় সন্তানকে নিয়ে সৌদি আরবে ওমরা পালন শেষে সিরিয়া পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। সেখানে তাদের ভাই জঙ্গী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) হয়ে যুদ্ধ করছে। এই সন্তানদের বয়স তিন থেকে পনের বছর। ওই তিন বোনের মধ্যে দুই জনের স্বামীর আইনজীবী এ তথ্য জানিয়েছেন। খবর গার্ডিয়ান ও টেলিগ্রাফের। ওই আইনজীবী বেলাল খান ওই তিন বোন ও তাদের নয় ছেলেমেয়েকে খুঁজে বের করতে জরুরী আবেদন জানিয়েছে। তারা ব্রিটেন থেকে ২৮ মে সৌদি আরব যান ওমরা করতে। এরপর তারা ফিরে আসেননি। ব্রাডফোর্ডের দাউদ পরিবারের নিখোঁজ ১২ সদস্যেও বয়স তিন থেকে ৩৪ বছর। গত বৃহস্পতিবার তাদের ব্রিটেনে ফিরে আসার কথা ছিল। তাদের আইনজীবী জানান, ধারণা করা হচ্ছে তুরস্ক হয়ে তারা সিরিয়া গেছেন। দুই পিতা মনে করেন তারা হয়ত আর কখনও তাদের পরিবারকে ফিরে পাবেন না এবং তারা আশঙ্কা করছেন তাদের সন্তানদের জীবন এখন ঝুঁকির মধ্যে। ওই তিন বোনের একভাই এক বছর আগে যুক্তরাজ্য থেকে সিরিয়া গেছেন। তবে তার সম্পর্কে এবং তিনি কোন সংগঠনে যোগ দিয়েছেন সে সম্পর্কে কিছুই জানা যায়নি। পারিবারিক আইনজীবী বেলাল বলেছেন, পুলিশ পাঁচ থেকে ছয়দিন আগে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানতে পেরেছে। কিন্তু ঘটনাটি ঘটেছে পুলিশ কর্মকর্তাদের আওতার বাইরে। তাই তাদের করার কিছু ছিল না। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, নিখোঁজদের ১০ জন সৌদি আরবের মদিনা থেকে ৯ জুুন একটি ফ্লাইটে তুরস্কের ইস্তাম্বুলে যান। নিখোঁজরা হলেন খাদিজা দাউদ (৩০) তার ছেলেমেয়ে মরিয়ম সিদ্দিকী (৭) ও মোহাম্মদ হাসিব (৫); সুগরা দাউদ (৩৪) তার সন্তান জুনায়েদ আহমেদ ইকবাল (১৫), ইব্রাহিম ইকবাল (১৪), জয়নব ইকবাল (৮), মারিয়া ইকবাল (৫) ও ইসমাইল ইকবাল (৩); জোহরা দাউদ (৩৩)। তবে জোহরার দুই মেয়ে হাফিয়া বিনতে জুবায়ের (৮) ও নুরাহ বিনতে জুবায়ের (৫) বিমানে ছিল কিনা সে সম্পর্কে কিছু জানা যায়নি।
×