ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রিমান্ড শেষে ফটো সাংবাদিক ইদ্রিস কারাগারে

প্রকাশিত: ০৮:০৫, ১৬ জুন ২০১৫

রিমান্ড শেষে ফটো সাংবাদিক ইদ্রিস কারাগারে

স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ মুক্তমনা লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাস হত্যা মামলায় গ্রেফতারকৃত সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলীর ৭ দিনের রিমান্ড শেষে সোমবার দুপুরে তাকে মহানগর ম্যাজিস্ট্রেট ২য় আদালতে হাজির করা হলে বিচারক ফারহানা হক তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতের জি.আর বিজয় রায় জানান, তদন্ত কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর আরমান আলী। আদালতে লিখিত বক্তব্যে বলেন, ৭ দিনের রিমান্ডে ইদ্রিসের দেয়া তথ্য যাচাই-বাছাই করতে সিআইডির অর্গানাইজড ক্রাইমর একটি টিম সিলেটে তদন্ত করছে। তিন জঙ্গীর হাজিরা ॥ সিলেটের গুলশান হোটেলে গ্রেনেড হামলা মামলায় হরকত-উল-জিহাদ (হুজি) নেতা মাওলানা দিলোয়ার হোসেন রিপন এবং জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নেতা মাওলানা আব্দুল আজিজ ও মইদুল ইসলাম হৃদয়কে সিলেট মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়েছে। সোমবার দুপুরে সাক্ষ্য গ্রহণ কার্যক্রমের জন্য তাদের আদালতে হাজির করা হয়। আদালতে জেলা ও মহানগর দায়রা জজের দুই পাবলিক প্রসিকিউটর সাক্ষ্য প্রদান করেন। সাক্ষ্য গ্রহণ শেষে তিন জঙ্গীকে জেলহাজতে প্রেরণ করা হয়। ১৭ জুন পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ ধার্য করা হয়েছে।
×