ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ভারতের সেনাপ্রধান দু’দিনের সফরে ঢাকায়

প্রকাশিত: ০৮:০০, ১৬ জুন ২০১৫

ভারতের সেনাপ্রধান দু’দিনের সফরে ঢাকায়

স্টাফ রিপোর্টার ॥ ভারতের সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ দু’দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। সোমবার কে-৩৬০৪ নামে ভারতীয় সেনাবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকার কুর্মিটোলা বিমানঘাঁটিতে অবতরণ করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। ভারতীয় সেনাপ্রধানকে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ মাহফুজুর রহমান স্বাগত জানান। পরে দলবীর সিং সেখান থেকে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। দু’দিনব্যাপী বাংলাদেশ সফরকালে চট্টগ্রাম মিলিটারি একাডেমিতে প্যারেড পরিদর্শনসহ বিভিন্ন বৈঠকে অংশ নেবেন ভারতীয় সেনাপ্রধান। দু’দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা জোরদারে উভয় দেশের সামরিক বাহিনীর উচ্চ পর্যায়ের সফরের অংশ হিসেবে তাঁর এ বাংলাদেশ সফর।
×