ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

যশোর বোর্ড

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল ২০ জুন

প্রকাশিত: ০৭:০৪, ১৬ জুন ২০১৫

এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল ২০ জুন

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ এবারের এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃ নিরীক্ষণের জন্য যশোর বোর্ডে ১৬ হাজার তিনশ’৮৩টি আবেদনপত্র জমা পড়েছে। এসএসসি’র ফল প্রকাশের দিন থেকে ৬ জুন পর্যন্ত মোবাইলে এসএমএসের মাধ্যমে এসব আবেদন জমা পড়ে। এরমধ্যে সর্বাধিক আবেদন পড়েছে বাংলায় দুই হাজার আটশ’ ৪৪টি এবং সবচেয়ে কম আবেদন পড়েছে খ্রীস্টান ধর্ম শিক্ষায় মাত্র পাঁচটি। পুনঃনিরীক্ষণের পর আগামী ২০ জুন ফলাফল প্রকাশ করা হবে বলে বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে। যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র জানান, ফল প্রকাশের পর সাত দিনের মধ্যে পুনঃনিরীক্ষণের জন্য মোবাইলে এসএমএসের মাধ্যমে আবেদন নেয়া হয়। এতে ১৬ হাজার তিনশ’ ৮৩টি আবেদন জমা পড়েছে। এবার যশোর বোর্ডে গণিত বিষয়ে বেশি শিক্ষার্থী ফেল করলেও বেশি আবেদন পড়েছে বাংলায়। এছাড়া ইংরেজীতে দুই হাজার সাতশ’ ৮০টি, গণিতে ১ হাজার সাতশ’ ৪০টি, উচ্চতর গণিতে দুই হাজার ৬টি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে এক হাজার ৮শ’ ৬০টি, পদার্থ বিজ্ঞানের এক হাজার একশ’ ১৯টি আবেদন জমা পড়েছে। এছাড়া শারীরিক শিক্ষা বিষয়ে ৯শ’ ৪৯টি, ইসলাম ধর্ম শিক্ষায় ৯শ’ ৩৩টি, রসায়ন বিষয়ে আটশ’ ৭৯টি, জীব বিজ্ঞানে আটশ’ ৪৬টি, সাধারণ বিজ্ঞানে একশ’ ৭টি আবেদন জমা পড়েছে। এসব উত্তরপত্র পুনঃনিরীক্ষণের পর আগামী ২০ জুন ফলাফল প্রকাশ করা হবে বলে তিনি জানান। পুকুরে ডুবে বরিশাল কিশোরগঞ্জে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার রাখালতলা গ্রামে সোমবার দুপুরে পুকুরে ডুবে পাঁচ বছরের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা গেছে, ওই গ্রামের সুভাষ দাসের কন্যা সৃষ্টি দাস খেলার ছলে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় সৃষ্টিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্ত্যবরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ থেকে জানান, কটিয়াদীতে পুকুরে ডুবে তামিম (৪) নামে শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের লোকমান হোসেনের শিশুপুত্র। রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে ছাত্রের মৃত্যু স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর চারঘাটে ট্রেনে কাটা পড়ে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে চারঘাট উপজেলার নন্দনগাছী রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই কলেজ ছাত্রের নাম মামুনুর রশিদ। তিনি চারঘাট ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। নিহত মামুন উপজেলার বরকতপুর গ্রামের মহসিন আলী প্রামাণিকের ছেলে। ঝিনাইদহে চরমপন্থী দলের শীর্ষ ক্যাডার গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ১৫ জুন ॥ ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পোলতাডাঙ্গা গ্রাম থেকে আসাদুল ইসলাম নামে নিষিদ্ধ চরমপন্থী সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) আঞ্চলিক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকাল সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়। সে হরিণাকুণ্ডু উপজেলার গোপিনাথপুর গ্রামের জমির হোসেন ম-লের ছেলে।
×