ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আলিয়ঁসে ‘ইচ্ছে গানের আসর’

প্রকাশিত: ০৬:৫০, ১৬ জুন ২০১৫

আলিয়ঁসে ‘ইচ্ছে গানের আসর’

অঞ্জন আচার্য ॥ রাজধানীর ধানম-ির আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা উদযাপন করল ফেঁত-দো-লা-মিউজিক, অর্থাৎ ওয়ার্ল্ড মিউজিক ডে (বিশ্ব সঙ্গীত দিবস)। এদিকে দিবসটি উপলক্ষে প্রতিষ্ঠানটি ‘ইচ্ছে গানের আসর’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে। শিল্পীদের জন্য জায়গাটি ছিল উন্মুক্ত। এতে নবীন-তরুণ শিল্পীরা তাদের নিজেদের মতো গান পরিবেশন করে মুগ্ধ করেন উপস্থিত শ্রোতা-দর্শকদের। প্রতিষ্ঠানটির লা গ্যালারিতে আয়োজন করা হয় দুই দিনব্যাপী এই বিশেষ সঙ্গীত উৎসবের। এর মধ্যে প্রথম দিন গত ১২ জুন শুক্রবার বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই বিশেষ সঙ্গীতানুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন একাধিক তরুণ সঙ্গীতশিল্পী। ছিল নবীন ব্যান্ড দলের সঙ্গীতায়োজনসহ ফোক-ক্লাসিক্যাল ও আধুনিক গানের জলসা। দ্বিতীয় দিন, ১৩ জুন শনিবার থাকে প্রতিষ্ঠানের ফরাসি ভাষার শিক্ষার্থীদের অংশগ্রহণে একক ও দ্বৈতসঙ্গীত এবং যন্ত্রসঙ্গীতের আয়োজন। চলে বিকেল ৪টা থেকে টানা রাত ৮টা পর্যন্ত। বাংলা, ইংরেজী এবং ফরাসি ভাষায় পরিবেশিত একক ও দলীয় সঙ্গীতের পাশাপাশি পিয়ানো, গিটার আর বাঁশির মূর্ছনায় বৃষ্টিমুখর সঙ্গীত সন্ধ্যাটি সবার কাছে হয়ে ওঠে উপভোগ্য এবং আনন্দময়। তীব্র যানজট আর ঝড়ো-বৃষ্টি উপেক্ষা করে সেখানে শামিল হতে আসা শ্রোতা-দর্শক ঝুমকি বসুর কণ্ঠে ফুটে উঠেছে তেমনই অভিব্যক্তি। আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকা’র প্রোগ্রাম অফিসার মামুন অর রশিদ জানান ফেঁত-দো-লা-মিউজিক প্রথম উদযাপিত হয় ১৯৮২ সালে, ফ্রান্সে। ১৯৮১ সালে তৎকালীন ফরাসি সংস্কৃতিমন্ত্রী এই দিনটি পালনের উদ্যোগ নেন। পরবর্তীকালে প্রতিবছর ২১ জুন, বিশ্বের ১০০-এর বেশি দেশে উদযাপিত হয়ে আসছে এ দিনটি। নানা রকম সঙ্গীত সবার কাছে পৌঁছে দেয়া, সঙ্গীতের মাধ্যমে মানববন্ধন সুদৃঢ়ভাবে গড়ে তোলার লক্ষ্যে উন্মুক্ত পরিবেশে একের পর এক সঙ্গীত পরিবেশনই হচ্ছে ফেঁত-দো-লা-মিউজিক-এর মূল ধারণা। এই দিনের সঙ্গীত অনুষ্ঠানগুলো সবার জন্য উন্মুক্ত থাকে বলে অর্কেস্ট্রা, অপেরাস, চয়েরস-এর মতো বাদ্যযন্ত্রগুলো দিয়ে রাস্তা, পার্ক, রেলস্টেশন থেকে শুরু করে জাদুঘর কিংবা প্রাসাদের আঙ্গিনার মতো খোলা জায়গায় সঙ্গীত পরিবেশন করা হয়ে থাকে। আর এভাবেই সঙ্গীত ছড়িয়ে পড়ে শহর আর তার আশপাশের এলাকাগুলোতে, বন্ধুত্বের বন্ধন গড়ে ওঠে নতুন আর দক্ষ শিল্পীদের মধ্যে।
×