ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বার্ষিক পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ জুন ২০১৫

বার্ষিক পুরস্কারের জন্য প্রতিবেদন আহ্বান

অর্থনৈতিক রিপোর্টার ॥ নিরীক্ষা প্রতিষ্ঠানের সংগঠন দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড এ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ (আইসিএবি) পুরস্কারের জন্য বার্ষিক প্রতিবেদন আহ্বান করেছে। প্রতিষ্ঠানটি তালিকাভুক্ত কোম্পানি যেমন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি যোগাযোগ ও প্রযুক্তি, এনজিও এবং সরকারী এই ৩ খাত থেকে বার্ষিক প্রতিবেদন ২০১৪ আহ্বান করেছে। জানা গেছে, রিপোর্টগুলোর মধ্য থেকে ১৫তম আইসিবি ন্যাশলাল এ্যাওয়ার্ড দেয়া হবে। এ ৩ খাতকে ৩০ জুন ২০১৫ এর মধ্যে সাধারণ সম্পাদক, সিএ ভবন, ১০০, কাজী নজরুল ইসলাম এ্যাভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫ এ ঠিকানায় প্রতিবেদন পাঠানোর জন্য বলা হয়েছে। বিস্তারিত জানার জন্য িি.িরপধন.ড়ৎম.নফ এ ওয়েবসাইট দেখার অনুরোধ করা হয়েছে। এছাড়া রিপোর্ট জমাদানের তারিখ কোন কারণেই আর বাড়ানো হবে না বলে জানানো হয়েছে। ন্যাশনাল লাইফের সভা বৃহস্পতিবার অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের লভ্যাংশ নির্ধারণী সভার দিন ঘোষণা করা হয়েছে। এই কোম্পানির বৈঠক আগামী বৃহস্পতিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে কোম্পানির ৩১ ডিসেম্বর ২০১৪ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। একই সঙ্গে বৈঠকে আসতে পারে কোম্পানির শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ। ২০১৩ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ৫৮ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। এর মধ্যে ২০ শতাংশ নগদ ও ৩৮ শতাংশ বোনাস লভ্যাংশ। উল্লেখ্য, কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
×