ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

র‌্যাঙ্কিংয়েও রাজা স্টিভেন স্মিথ

প্রকাশিত: ০৬:১২, ১৬ জুন ২০১৫

র‌্যাঙ্কিংয়েও রাজা স্টিভেন স্মিথ

স্পোর্টস রিপোর্টার ॥ পাঁচ বছরের ছোট্ট ক্যারিয়ারেই অনেক বড় অর্জনে নাম লেখালেন স্টিভেন স্মিথ। তাবত সব গ্রেট ক্রিকেটারকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক নম্বরে জায়গা করে নিলেন অসি-সেনসেশনাল উইলোবাজ। জ্যামাইকা টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১ রানের জন্য ডাবল সেঞ্চুরি পাননি, তবে ১৯৯ রানের অন্যবদ ইনিংস খেলে হয়েছেন ম্যাচসেরা। সেই ক্ষেত্রে আরও এক সান্ত¡নার পুরস্কার হয়ে এলো এ সুসংবাদ। সাদা পোশাকের অভিজাত আঙ্গিনায় লঙ্কান লিজেন্ড কুমার সাঙ্গাকারাকে হটিয়ে শীর্ষে আরোহন করলেন ২৬ বছরের নিউসাউথওয়েলস হিরো। সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় স্মিথকে জায়গা করে দিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন অবসরের অপেক্ষায় থাকা সাঙ্গাকারা। ২০১২ সালে মাইকেল ক্লার্কেল পর কোন অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিসেবে গৌরবময় এক নম্বর জায়গাটি দখল করলেন শিশুসুলভ চেহারার এই ডানহাতি ব্যাটসম্যান। উইন্ডিজ সিরিজের আগে চার নম্বরে ছিলেন স্মিথ। জ্যামাইকায় সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১ রানের জন্য সেঞ্চুরি পাননি, আউট হয়েছেন ১৯৯ রানে। দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫৪ রান করে হন ম্যাচসেরা। ২৭৭ রানের বিশাল জয়ে স্বাগতিকের ২-০তে হোয়াইটওয়াশ করে ফ্র্যাঙ্কওরেল ট্রফি করায়ত্ত করে অসিরা। ব্যাট হাতে দুরন্ত পারফর্মেন্সের সুবাদে ৯১৩ রেটিং পয়েন্ট পেয়ে টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় সবাইকে পেছনে ফেরেন স্মিথ। সাদা পোশাকের অভিজাত ঘারনায় গত এক বছরে ১০২.১৬ গড়ে মোট ১,২২৬ রান সংগ্রহ করেন তরুণ উইলোবাজ। কেবল তাই নয়, প্রথম ইনিংসে সেঞ্চুরি পূরণের পথে ২০১৪-১৫ টানা দুই বছর মিলিয়ে প্রথম ব্যাটসম্যান হিসেবে ২ হাজার বা তার বেশি রানের অনন্য নাজির স্থাপন করেন তিনি। ব্যক্তিগত ১৯৯ রানে দলের নবম ব্যাটসম্যান হিসেবে স্বাগতিক পেসার জেরোমে টেইলরের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। ৩৬১ বলের ইনিংসটি ২১ চার ও ২ ছক্কায় সাজানো। বিশ্বকাপের আগে ঘরের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ হয়ে ব্যাট হাতে আকাশে উড়ছেন স্মিথ। শেষ ৭ টেস্টের ১৩ ইনিংসে সেঞ্চুরি ৫ ও হাফ সেঞ্চুরি চার! ভারত সিরিজে স্মিথের ইনিংসগুলো ছিল ১৬২*, ৫২*, ১৩৩, ২৮, ১৯২, ১৪, ১১৭ ও ৭১। ওই সিরিজের অবিশ্বাস্য ব্যাটিংই মূলত প্রথমবারের মতো অভিজাত ঘারনার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বসায় স্মিথকে। ক্যারিয়ারে ২৮ টেস্টে ৫৬ গড়ে ৯ সেঞ্চুরিতে মোট রান ২৫৮৭। দুইয়ে নেমে যাওয়া সাঙ্গাকারা রেটিং পয়েন্ট ৯০৯। এক পয়েন্ট কমে তৃতীয় স্থানে দক্ষিণ আফ্রিকান ড্যাশিং হিরো এবি ডি ভিলিয়ার্স। ৮৯১ পয়েন্ট নিয়ে চারে তারই সতীর্থ হাশিম আমলা। পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা অধিনায়ক এ্যাঞ্জেলো ম্যাথুসের পয়েন্ট ৮৪১। পরের স্থানগুলোতে যথাক্রমে ইউনুস খান (৮৩৬), জো রুট (৮১৫), কেন উইলিয়ামসন (৮১৩), মিসবাহ-উল হক (৭৭০) ও ডেভিড ওয়ার্নার (৭৫৭)।
×