ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলছেন না পিয়ারসন

প্রকাশিত: ০৬:১১, ১৬ জুন ২০১৫

বিশ্ব চ্যাম্পিয়নশিপে খেলছেন না পিয়ারসন

স্পোর্টস রিপোর্টার ॥ আগস্টে চীনের বেজিংয়ে শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। কিন্তু তার আগেই দুঃসংবাদ চলে এলো শেলি পিয়ারসনের ভক্ত-অনুরাগীদের জন্য। কেননা ইনজুরির কারণে বিশ্ব এ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপে খেলতে পারছেন না অস্ট্রেলিয়ান অলিম্পিক হার্ডলসের চ্যাম্পিয়ন শেলি পিয়ারসন। সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। মূলত কব্জির ইনজুরির কারণে গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টে খেলতে পারছেন না ২৮ বছর বয়সী পিয়ারসন। চলতি মৌসুমের শুরুতেই ইতালির রাজধানী রোমে ডায়মন্ড লীগে অংশ নিয়েছিলেন অস্ট্রেলিয়ার এই এ্যাথলেট। আর সেখানেই কব্জিতে চোট পেয়েছিলেন তিনি। সেই চোটের কারণেই মঙ্গলবার সার্জারি করাতে হবে তার। আর এই সার্জারির পর কখন থেকে পুরোদমে অনুশীলন করতে পারবেন পিয়ারসন সে বিষয়েও ডাক্তারের সুনির্দিষ্ট কোন পরামর্শ নেই। তাই কিছুটা হতাশ এই এ্যাথলেট। তবে এই বিরতিটা যে তার জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে সেটা মানছেন শেলি পিয়ারসন। কেননা ক্যারিয়ারের পাদপ্রদীপের আলোয় আসার পর থেকে কখনই বিরতিতে যাননি তিনি। যে কারণেই এই বিরতিটা তাকে মানসিকভাবে ভালই প্রশান্তি দেবে বলে মনে করেন পিয়ারসন। এ বিষয়ে ২০১১ সালে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০মিটার হার্ডলসে চ্যাম্পিয়ন হওয়া এই তারকা বলেন, ‘আমার জন্য এটা খুবই হতাশার। কিন্তু আমার মনে হয় না যে ২০০৩ সালের পর কোন ধরনের বিরতিতে গিয়েছি। তাই আমি মনে করি এই বিরতিটা আমার জন্য মানসিক এবং শারীরিক উভয়ক্ষেত্রেই ভাল হবে।’ এর পেছনে যুক্তিও দেখিয়েছেন তিনি। আগামী বছরই ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেরিওতে শুরু হবে ক্রীড়াজগতের মহাযজ্ঞ অলিম্পিক। আর সেখানে নিজেকে মেলে ধরার জন্য এই বিরতিটা তাকে অনেকাংশেই এগিয়ে রাখবেন বলেন মনে করেন পিয়ারসন। এ বিষয়ে তার মন্তব্য হলো, ‘আগামী বছর ব্রাজিলে শুরু হবে অলিম্পিকের আসর। সেখানে ভাল করার প্রচ- ইচ্ছে আমার।‘
×