ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রাষ্ট্রপতি কুচকাওয়াজ

নৌবাহিনীতে আগামী বছর সংযুক্ত হচ্ছে দুটি সাবমেরিন ॥ নৌপ্রধান

প্রকাশিত: ০৫:৫৭, ১৬ জুন ২০১৫

নৌবাহিনীতে আগামী বছর সংযুক্ত হচ্ছে দুটি সাবমেরিন ॥ নৌপ্রধান

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ নৌবাহিনীতে হেলিকপ্টার ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সংযোজনের মাধ্যমে দ্বিমাত্রিক সক্ষমতা নিশ্চিত করা হয়েছে। আগামী বছরের মধ্যে যুক্ত হবে দুটি সাবমেরিন। এতে করে একটি পূর্ণাঙ্গ ত্রিমাত্রিক নৌবাহিনী গঠনের স্বপ্ন বাস্তবায়িত হবে। সোমবার সকালে চট্টগ্রামে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে এ তথ্য প্রকাশ করেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব। তিনি বলেন, সমুদ্রসীমা বৃদ্ধি পাওয়ায় এর সুরক্ষায় যথাযথ পদক্ষেপও গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনীকে আধুনিকায়নের পরিকল্পনা বাস্তবায়ন এগিয়ে চলেছে। এরই ধারাবাহিকতায় গত কয়েক বছরে সংযোজিত হয়েছে উল্লেখযোগ্য সংখ্যক জাহাজ। নৌবাহিনীর প্রশিক্ষণের মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে নৌবাহিনীপ্রধান আরও বলেন, কর্মকর্তাদের বিএসসি অনার্স এবং বিবিএ ডিগ্রী প্রদানের বিষয়টি কার্যকর হচ্ছে। ইতোমধ্যেই প্রশিক্ষণের মেয়াদকাল ৩ বছরে উন্নীত করা হয়েছে। নগরীর পতেঙ্গা নেভাল একাডেমিতে ডাইরেক্ট এন্ট্রি অফিসার এবং মিডশিপম্যান ব্যাচে নবীন কর্মকর্তাদের গ্রীষ্মকালীন এই রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনীপ্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব।
×