ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গ্যাটকো-বড়পুকুরিয়া মামলা

খালেদা জিয়ার আবেদনের ওপর রুলের শুনানি আজ দুপুর পর্যন্ত মুলতবি

প্রকাশিত: ০৮:৫৯, ১৫ জুন ২০১৫

খালেদা জিয়ার আবেদনের  ওপর রুলের শুনানি  আজ দুপুর পর্যন্ত মুলতবি

স্টাফ রিপোর্টার ॥ দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা নাইকো গ্যাটকো ও বড়পুকুরিয়া দুর্নীতি মামলা বাতিল চেয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার করা আবেদনের ওপর রুলের শুনানি সোমবার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। রবিবার বিচারপতি মোঃ নূরুজ্জামান ননী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে এ আদেশ প্রদান করেন। এ সময় খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন এজে মোহাম্মদ আলী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, রাগীব রউফ চৌধুরী; দুদকের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট মোহাম্মদ খুরশীদ আলম খান। মোহাম্মদ খুরশীদ আলম খান জনকণ্ঠকে বলেন, রবিবার শুনানি হয়েছে। আবার আজ সোমবার সাড়ে ১২টায় শুনানি অনুষ্ঠিত হবে। ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি খালেদা জিয়াসহ ১৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় সরকারের ১৫৮ কোটি ৭১ লাখ টাকার ক্ষতির অভিযোগ আনা হয়। কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের বিপুল পরিমাণ আর্থিক ক্ষতিসাধনের অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে দুদক ২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় মামলা করে। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। এ মামলাতেও রুল জারি করেন হাইকোর্ট। চট্টগ্রাম বন্দর ও রাজধানীর কমলাপুরে কন্টেনার টার্মিনালে কন্টেনার ওঠানামার বিষয়ে ঠিকাদার নিয়োগ নিয়ে এক হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগে মেসার্স গ্লোবাল এ্যাগ্রোট্রেড কোম্পানি (গ্যাটকো) লিমিটেডের বিরুদ্ধে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় মামলা করে দুদক। এ মামলায় খালেদা জিয়াসহ ১৩ জনকে আসামি করা হয়।
×