ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫০, ১৫ জুন ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ৩৫. ক্লাউড কম্পিউটিং -এ ব্যবহৃত হয়েছে- র. যড়ঃসধরষ রর. ুধযড়ড় ররর. মসধরষ নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৬. সাইন আপ বলতে বুঝায়- ক) নিবন্ধন করা খ) লগ ইন করা গ) ই-মেইল পাঠানো ঘ) লগ আউট করা ৩৭. বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? ক) রিং খ) গুগল গ) ইয়াহু ঘ) পিপীলিকা ৩৮. একটি ওয়ার্কশিটে থাকে- র. সেল রর. কলাম ররর. রো নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৩৯. বর্তমানে ট্রেন বা বিমানের টিকেট সংগ্রহ করা যায় কীসের মাধ্যমে? ক) কলসেন্টার খ) অনলাইন গ) রেডিও সেন্টার ঘ) ব্যাংক ৪০. শিক্ষার ক্ষেত্রে কোনটির ব্যাপক প্রভাব রয়েছে? ক) কম্পিউটার খ) ইন্টারনেট গ) মোবাইল ফোন ঘ) রেডিও ৪১. কম্পিউটার ভাইরাস হলো- র. রিপার রর. কোড রেড ওয়ার্ম ররর. তাপরোসি ওয়ার্ম নিচের কোনটি সঠ্কি? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৪২. ই-মেইল ঠিকানায় @ এর পরে কী থাকে? ক) ইউজার নেম খ) হোস্ট নেম গ) ডোমেইন নেম ঘ) প্রতিষ্ঠানের নাম ৪৩. বাংলাদেশের কারা একটি সার্চ ইঞ্জিন তৈরি করেছেন? ক) তথ্য প্রযুক্তিবিদগণ খ) বৈজ্ঞানিকগণ গ) প্রকৌশলীগণ ঘ) সাংবাদিকগণ ৪৪. নিচের কোন উপাদানটি দ্বারা বর্তমানে শিল্পোৎপাদন ব্যবস্থা প্রায় অচল? ক) ইন্টারনেট খ) ফ্যাক্স গ) মোবাইল ফোন ঘ) ইন্ট্রানেট ৪৫. কম্পিউটারে কোনো ধরনের কাজ করতে হলে কীসের মাধ্যমে করতে হয়? ক) প্রসেস খ) প্রোগ্রামিং গ) ইনপুট ঘ) মাল্টিমিডিয়া ৪৬. ছদ্মবেশ ধারণ করে কোনটি? ক) কম্পিউটার এন্টিভাইরাস খ) কম্পিউটার ভাইরাস গ) কম্পিউটার ওয়ার্ম ঘ) ট্রোজান হর্স ৪৭. কে তথ্য ভান্ডার থেকে তথ্য সংগ্রহ করতে পারে? ক) সবাই খ) ক্ষমতাশীল মানুষ গ) সাধারণ মানুষ ঘ) সরকার ৪৮. কোনটির আবিষ্কার মানুষকে হিসাবের ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়েছে? ক) কাগজকলম খ) চিহ্ন গ) ক্যালকুলেটর ঘ) গাছের বাকল উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও: আসিফ একটি কোম্পানির সিস্টেম ইঞ্জিনিয়ার। তিনি কোম্পানির ম্যানেজারের নির্দেশে সিস্টেমটি হ্যাক করে নিরাপত্তা ছিদ্রসমূহ খুঁজে বের করলেন। ফলে কোম্পানির ম্যানেজার আসিফকে একজন যোগ্য হ্যাকার বলে তাকে ধন্যবাদ দিলেন। ৪৯. দৈনন্দিন কাজে নতুন মাত্রা যোগ করেছে কোন মাধ্যমটি? ক) র খ) রর গ) রর ও ররর ঘ) ররর ৫০. টেলিভিশন দেখার আধুনিক ব্যবস্থা কোনটি? ক) ব্যাক হ্যাট হ্যাকার খ) গ্রে হ্যাট হ্যাকার গ) বু হ্যাট হ্যাকার ঘ) হোয়াইট হ্যাট হ্যাকার সঠিক উত্তর: ১. (ক) ২. (গ) ৩. (ক) ৪. (খ) ৫. (গ) ৬. (ঘ) ৭. (ঘ) ৮. (ক) ৯. (ক) ১০. (খ) ১১. (গ) ১২. (ঘ) ১৩. (খ) ১৪. (ঘ) ১৫. (ক) ১৬. (ঘ) ১৭. (ঘ) ১৮. (ক) ১৯. (ক) ২০. (গ) ২১. (ঘ) ২২. (খ) ২৩. (গ) ২৪. (গ) ২৫. (ঘ) ২৬. (ক) ২৭. (ক) ২৮. (ঘ) ২৯. (ঘ) ৩০. (গ) ৩১. (ঘ) ৩২. (গ) ৩৩. (গ) ৩৪. (ক) ৩৫. (ঘ) ৩৬. (ক) ৩৭. (ঘ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (খ) ৪১. (গ) ৪২. (খ) ৪৩. (ক) ৪৪. (ক) ৪৫. (খ) ৪৬. (ঘ) ৪৭. (ক) ৪৮. (গ) ৪৯. (ক) ৫০. (গ)
×