ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রৌমারীতে গণধর্ষণের পর জবাই করে স্কুলছাত্রীকে হত্যা

প্রকাশিত: ০৪:১৫, ১৫ জুন ২০১৫

রৌমারীতে গণধর্ষণের পর জবাই করে স্কুলছাত্রীকে হত্যা

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলার রৌমারীতে গণধর্ষণের পর জবাই করে হত্যা করা হয়েছে এক স্কুলছাত্রীকে। হত্যার পর পালিয়ে যাওয়ার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাস্তায় মারা যায় বখাটে আয়ুইব আলী (২২)। বোয়ালমারী গ্রামের স্কুলছাত্রীর নিজ বাড়িতে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে রবিবার দুপুর ১২টার দিকে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নাসির উদ্দিন নামে এক ধর্ষককে গ্রেফতার করেছে। রৌমারী থানার অফিসার ইনচার্জ জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহত স্কুলছাত্রী ও বখাটের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, পরিকল্পিতভাবে তিন বখাটে ওই লোমহর্ষক ঘটনাটি ঘটিয়েছে। আয়ুইব আলীর মারা যাওয়া প্রসঙ্গে তিনি জানান, ধারণা করা হচ্ছে জবাই করার পরে ভয়ে তার মৃত্যু ঘটেছে। পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, উপজেলার বোয়ালমারী গ্রামের মৃত আব্দুল হাই আকন্দের কন্যা নিহত আর্জিনা খাতুন (১৬)। ঘটনার সময় আর্জিনা ছাড়া বাড়িতে কেউ ছিল না। আর্জিনা খাতুন এ বছর এসএসসি পরীক্ষায় পাস করে। বখাটে আয়ুইব আলী তার বন্ধুদের সঙ্গে নিয়ে স্কুলছাত্রীর বাড়ির রান্নাঘরে অবস্থান করে। একপর্যায়ে আর্জিনা খাতুনকে রান্নাঘরে নিয়ে প্রথমে ধর্ষণ এবং পরে গলা কেটে হত্যা করে। পালিয়ে যাওয়ার সময় আয়ুইব আলী হার্ডএ্যাটাক হয়ে মারা যায়। নিহত স্কুলছাত্রীর মা সাজেদা বেগম অভিযোগ করে বলেন, ‘ওই আয়ুইব আলী অনেকদিন থিকা আমার মাইয়াকে বিরক্ত করে আসছিল। আর এ কারণে মাইয়ার বিয়া দিবার চাইছিলাম। কিন্তু শয়তানরা তাকে বাঁচতে দিল না। আমি খুনীদের ফাঁসি চাই। যাতে আমার মাইয়ার আত্মা শান্তি পায়।’ নওগাঁয় মোটর মালিক-শ্রমিকের সঙ্গে এসপির মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ১৪ জুন ॥ আসন্ন রমজান উপলক্ষে মহাসড়কে কোন চাঁদাবাজি বরদাস্ত করা হবে না, এমন ঘোষণাকে সামনে রেখে রবিবার জেলা মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক পিপিএম এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় নওগাঁ জেলা থেকে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন জেলা থেকে নওগাঁ জেলায় খাদ্যদ্রব্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস যাতে নিরাপদে চলাচল করতে পারে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়। নওগাঁ শহরে রাস্তার ওপরে যানবাহন রেখে যাতে যানজট সৃষ্টি না হয় সে ক্ষেত্রে পদক্ষেপ নেয়ার জন্য বিভিন্ন পরিবহন সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়। সভায় বক্তব্য রাখেন নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি শহিদুল ইসলাম, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সফিকুল আলম, ইলিয়াছ তুহিন রেজা, মোজাফ্ফর হোসেন, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার কানাই লাল সরকার প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালকের দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ কফিল উদ্দিন।
×