ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ঢাকায় জুতোর কারখানায় আগুনে দগ্ধ ৩

প্রকাশিত: ০৭:৫১, ১৪ জুন ২০১৫

ঢাকায় জুতোর কারখানায়  আগুনে দগ্ধ ৩

স্টাফ রিপোর্টার ॥ পুরানো ঢাকার বংশালের সিক্কাটুলি এলাকায় জুতোর কারখানায় অগ্নিকা-ে বাবা ও ছেলেসহ তিনজন দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হচ্ছেন সালাহউদ্দিন (৬০), তার ছেলে বান্টি (২০) ও কমর্চারী নাজিম উদ্দিন (১৬)। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক সেন্টু চন্দ্র দাস জানান, শুক্রবার রাত দেড়টার দিকে বংশালের সিক্কাটুলি এলাকার ১৪ নম্বর বাড়ির দ্বিতীয় তলায় একটি জুতোর কারখানায় আগুন লাগে। এতে কারখানা মালিক সালাহউদ্দিনের দুই হাত, বুক ও পিঠ ঝলসে যায়। এ সময় তার ছেলে বান্টির মুখ ও হাত ও কর্মচারী নাজিম উদ্দিনের ডান হাত ও পিঠ ঝলসে গেছে। তবে কী কারণে আগুন লেগেছেÑ তা জানা যায়নি। স্থানীয়রা পানি ছিটিয়ে সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলে। তেমন কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
×