ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আপীল বিভাগের জন্য নয় পদ অনুমোদন করেছে আইন মন্ত্রণালয়

প্রকাশিত: ০৭:৪৯, ১৪ জুন ২০১৫

আপীল বিভাগের জন্য নয় পদ অনুমোদন করেছে আইন মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্টের আপীল বিভাগের জন্য রেজিস্ট্রার জেনারেলসহ নয়টি পদ অনুমোদন করেছে আইন মন্ত্রণালয়। এ সংক্রান্ত সরকারী মঞ্জুরির একটি চিঠি ৯ জুন সুপ্রীমকোর্টের বর্তমান রেজিস্ট্রার বরাবরে পাঠিয়েছেন আইন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ কায়সারুল ইসলাম। ইতোমধ্যে সুপ্রীমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। এই প্রথমবারের মতো সুপ্রীমকোর্টের আপীল বিভাগে রেজিস্ট্রার জেনারেল এবং হাইকোর্ট বিভাগে আলাদা রেজিস্ট্রারের পদ সৃষ্টি হলো। নতুন নয়টি পদের মধ্যে রয়েছে আপীল বিভাগের জন্য একজন রেজিস্ট্রার জেনারেল, একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, চালক ও অফিস সহায়ক এবং হাইকোর্ট বিভাগের জন্য একজন রেজিস্ট্রার, ব্যক্তিগত কর্মকর্তা, চালক ও অফিস সহায়ক। ১০ ফেব্রুযারি এসব পদ সৃজনের একটি প্রস্তাব দিয়ে আইন মন্ত্রণালয়ে চিঠি পাঠান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়, ২৩ মার্চ অর্থ মন্ত্রণালয় এবং ১২ মে মন্ত্রিপরিষদ বিভাগ এ প্রস্তাব অনুমোদন করে।
×