ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলের প্রতিপক্ষ আজ পেরু, মেক্সিকোকে রুখে দিল বলিভিয়া

প্রকাশিত: ০৭:০৯, ১৪ জুন ২০১৫

ব্রাজিলের প্রতিপক্ষ আজ পেরু, মেক্সিকোকে রুখে দিল বলিভিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ গত সপ্তাহেই শুরু হয়েছে লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই। তবে আজ কোপা আমেরিকার মিশন শুরু করবে ব্রাজিল। প্রতিপক্ষ শক্তিশালী পেরু। বিশ্বফুটবলের সবচেয়ে সফল দল ব্রাজিল। কিন্তু নিজেদের মাটিতে বিশ্বকাপে একেবারেই নিষ্প্রভ ছিল সেলেসাওরা। সেই ব্যর্থতার বৃত্ত থেকে ক্রমেই বেরিয়ে এসেছে বিশ্বকাপের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়নরা। কেননা কার্লোস দুঙ্গার অধীনে শেষ দশ ম্যাচের সব ক’টিতেই জয়ের দেখা পেয়েছে ব্রাজিল। তাই পেরুর বিপক্ষেও জয়ের বিকল্প ভাবছে না কার্লোস দুঙ্গার দল। এবার ব্রাজিলকে নেতৃত্ব দেবেন দলের সেরা তারকা নেইমার। বার্সিলোনার এই ব্রাজিলিয়ানের সময়টা এখন দুর্দান্ত কাটছে। আর নিজেকে মেলে ধরার এই কোপা আমেরিকাও তার জন্য বড় একটা চ্যালেঞ্জ। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। সংখ্যাটাকে আরও বৃদ্ধি করতে এবার মরিয়া আলভেজ-নেইমাররা। এদিকে কোপা আমেরিকার দুইবারের শিরোপা জয়ের স্বাদ পেয়েছে পেরু। তাই ব্রাজিলের বিপক্ষে ম্যাচেও ছেড়ে কথা বলবে না তারা। এদিকে টুর্নামেন্টের ছোট দল হিসেবে পরিচিত বলিভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই পয়েন্ট হারিয়েছে ফেবারিট দল মেক্সিকো। এই ড্রয়ে দলীয় কোচ মিগুয়েল হেরেরা ম্যাচ শেষে দারুণ হতাশা প্রকাশ করেছেন। দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ হিসেবে পরিচিত কোপা আমেরিকা প্রতিটি দলের জন্যই বেশ মর্যাদার টুর্নামেন্ট। বলিভিয়ার মতো দেশের কাছে প্রথম ম্যাচেই তাই পয়েন্ট হারানোটা কোনভাবেই মেনে নিতে পারছেন না হেরেরা। এমনকি ম্যাচে গোল হজমেরও পরিস্থিতি তৈরি হয়েছিল। সেদিক থেকে মেক্সিকোকে ভাগ্যবানই বলতে হয়। গ্রুপ-এ এর অপর ম্যাচে স্বাগতিক চিলি ইকুয়েডরকে ২-০ গোলে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে অবস্থান করছে। দলের অন্যতম সেরা তিন খেলোয়াড় জাভিয়ার হার্নান্দেজ, কার্লোস ভেলা এবং গিওভানি ডস সান্তোসের অনুপস্থিতিতে হেরেরার দল যে কিছুটা হলেও দুর্বল হয়েছে তা বিশ্বের ৮৯তম র‌্যাঙ্কধারী বলিভিয়ার বিপক্ষেই প্রমাণিত হয়েছে। তবে ৭৯ মিনিটে জাভিয়ার এ্যাকুইনোর বিপক্ষে একটি পেনাল্টির আবেদন প্যারাগুয়ের রেফারি এনরিক ক্যাসেরাস নাকচ করে দিলে সেই সিদ্ধান্ত কোনভাবেই মেনে নিতে পারেননি হেরেরা। আগামী মাসে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য গোল্ড কাপকে সামনে রেখে হেরেরা দলের মূল খেলোয়াড়দের কোপা আমেরিকান দলে জায়গা দেননি। সেটাই হয়ত মেক্সিকোর জন্য ব্যুমেরাং হয়ে দেখা দিয়েছে। যদিও হেরেরা বিশ্বাস করে ফিফা র‌্যাঙ্কিংয়ে ২৯তম স্থানে থাকা মেক্সিকো চিলিতে জয়ের সব যোগ্যতাই রাখে। শুক্রবার ম্যাচের শুরু থেকে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কাউন্টার এ্যাটাকে বেশ ভালই খেলেছে বলিভিয়া। প্রথমার্ধে তিনটি ভাল সুযোগও তারা পেয়েছিল। ১৪ মিনিটে রিকার্ড পেডরিয়েলের লো ক্রস থেকে ডিফেন্ডার মার্টি স্মেডবার্গ-ডালেন্স বল জালে জড়াতে ব্যর্থ হন। বিরতির ঠিক পূর্ব মুহূর্তে জামসানি ক্যাম্পোসের বাম পায়ের জোরালো শট মেক্সিকান গোলরক্ষক হোসে জেসাস করোনা ক্রসবার দিয়ে বাইরে পাঠিয়ে দেন। সেখান থেকে কর্নারে অভিজ্ঞ বলিভিয়ান ডিফেন্ডার রোনাল্ডো রালডেসের হেড অল্পের জন্য বাইরে চলে যায়।
×