ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেমফিসকে দলে নিল ম্যানইউ

প্রকাশিত: ০৭:০৪, ১৪ জুন ২০১৫

মেমফিসকে দলে নিল ম্যানইউ

স্পোর্টস রিপোর্টার ॥ অবশেষে ম্যানচেস্টার ইউনাইটেডেই যোগ দিলেন মেমফিস ডিপেই। পিএসভি এইনডোভেন থেকে মেমফিস ডিপের দলভুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চার বছরের চুক্তিতে ওল্ড ট্র্যাফোর্ডে যোগ দিলেন ২১ বছর বয়সী এই তরুণ প্রতিভাবান ফুটবলার। তবে শর্তসাপেক্ষে এই চুক্তি আরও এক বছর বাড়তে পারেও বলে জানানো হয়। ২০১১ সালের সেপ্টেম্বরে মূল দলে তার অভিষেক হয় তার। এরপর থেকে ডাচ ক্লাব এইনডোভেনের হয়ে মূল দলে ৫০টি গোল করেছেন তিনি। সদ্য সমাপ্ত মৌসুমে তিনি ৩০ ম্যাচ খেলেছেন। আর এই সময়ের মধ্যে সর্বোচ্চ ২২ গোল করে বিশ্ব ফুটবলের সেরা সেরা ক্লাবগুলোর নজর কাড়েন। ইউরোপীয়ান ম্যাচসহ ৪০ ম্যাচে তার গোলসংখ্যা ২৮। হল্যান্ডের জাতীয় দলের হয়ে তরুণ এই উইঙ্গার এখন পর্যন্ত ১৬টি ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছেন। আর এই সময়ে প্রতিপক্ষের জালে ৩বার বল জড়িয়েছেন তিনি। গত বছর ব্রাজিল বিশ্বকাপে সেরা তরুণ খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় তিনজনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লীগের সেরা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে উচ্ছ্বসিত ডিপেই। এ বিষয়ে ক্লাবের ওয়েবসাইটে এক বিবৃতিতে তিনি বলেন, ‘এটা আমার কাছে স্বপ্ন সত্যি হবার মতোই ঘটনা। একে তো বিশ্বের অন্যতম সেরা একটি ক্লাবের সাথে সম্পর্ক গড়া। তার উপর এমন একজন কোচের অধীনে আমি খেলার সুযোগ পাচ্ছি যে কিনা আমার চোখে বিশ্ব সেরা। আমার নিজের ওপর আস্থা আছে। আশা করছি কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে পারবো।’ এসময় সাবেক ক্লাবের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি, ‘১২ বছর বয়স থেকে আমি এইনডোভেনের সাথে আছি। তাদের কাছ থেকে যা কিছু পেয়েছি সেজন্য সত্যিই কৃতজ্ঞ। লীগের শিরোপা অর্জনের মুহূর্তটি সত্যিকার অর্থেই বিশেষ কিছু। তার অংশ হতে পেরে আমি দারুণ খুশি। এখন আমার জীবনের নতুন অধ্যায়ের শুরু হলো। নিজেকে প্রমাণের জন্য অধীর অপেক্ষায় আছি।’ ইউনাইটেডের কোচ লুইস ভ্যান গাল বলেন, ‘হল্যান্ডের জাতীয় দলে আমরা একসাথে কাজ করেছি। সেই কারণে মেমফিসকে আমি ভালভাবেই চিনি। সে একজন তরুণ বৈচিত্র্যময় খেলোয়াড় যে কিনা দলের প্রয়োজনে একাধিক জায়গায় খেলার যোগ্যতা রাখে। প্রিমিয়ার লীগে নিজেকে মানিয়ে নেবার জন্য আমি মেমফিসকে সময় দিব। তবে নিঃসন্দেহে একটি কথা বলতে পারি, একদিন ইউনাইটেডের হয়ে অসাধারণ ফুটবলার হবার সব সম্ভাবনা তার মধ্যে রয়েছে।’
×