ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওয়াল্টনের সঙ্গে কাজ করবে মাইক্রোসফট

প্রকাশিত: ০৬:৫৫, ১৪ জুন ২০১৫

ওয়াল্টনের সঙ্গে কাজ করবে মাইক্রোসফট

বাজারে ব্যাপক সাড়া ফেলছে ওয়াল্টনের ওয়ালপ্যাড প্রো। মাইক্রোসফটের লেটেস্ট ৮.১ উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত এবং উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপডেট সুবিধা ও থ্রিজি সিম ব্যবহারের সুযোগসংবলিত মাল্টি ফাংশনাল এক্সপার্ট ট্যাবটি গত মাসে বাজারে ছাড়ে দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইলস ও হোম এ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াল্টন। ট্যাবটি নিয়ে এরই মধ্যে বাজারে ব্যাপক সাড়া পড়ায় ওয়াল্টন ও মাইক্রোসফটের মধ্যে ব্যবসায়িক যোগাযোগ স্থাপিত হয়। ওয়াল্টনের এই বিপণন কৌশলে খুবই সন্তুষ্ট মাইক্রোসফটের থিঙ্ক ট্যাঙ্ক। এরই ফলশ্রুতিতে বাংলাদেশে ওয়াল্টনের সঙ্গে দীর্ঘ মেয়াদে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মাইক্রোসফট।-অর্থনৈতিক রিপোর্টার এবার আসছে আইওএস৯ ভার্সন পুরনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য গত মাসের শেষনাগাদ সুখবরটি দিয়েছিল প্রযুক্তি জায়ান্ট এ্যাপল। বলা হয়েছিল, আইওএস’র পরবর্তী ভার্সন আইওএস৯, আইফোন৪ এস, আইপ্যাড ২ অথবা আইপ্যাড মিনি ব্যবহারকারীদের ধীরগতির বিরক্তি থেকে মুক্তি দেবে। সম্প্রতি সান ফ্রান্সিসকোতো ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপার কনফারেন্সে (ডব্লিউডব্লিউডিসি) আইওএস’র নতুন এ ভার্সন উন্মুক্ত করলো এ্যাপল। সার্চে আরও আধুনিকতা, পাশাপাশি একসঙ্গে দু’টি এ্যাপ চালু রাখাসহ আইওএস৯-এ বেশ কয়েকটি নতুন ফিচার সংযুক্ত করা হয়েছে। আইওএস’র নতুন ভার্সন ব্যবহারে আইপ্যাডে একসঙ্গে বিভিন্ন কাজ করা যাবে। কনফারেন্সে এ্যাপল ওয়াচের আপডেট ভার্সন উন্মুক্তের কথা জানান এ্যাপলের সিইও টিম কুক। একইসঙ্গে ম্যাকের পরবর্তী ভার্সনের কথাও বলা হয়, যা চলতি বছরের শেষনাগাদ পাওয়যাবে। -অর্থনৈতিক রিপোর্টার
×