ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বন্দর ছেড়েছে ট্রানশিপমেন্টের পণ্যবাহী জাহাজ

প্রকাশিত: ০৬:৫৪, ১৪ জুন ২০১৫

বন্দর ছেড়েছে ট্রানশিপমেন্টের পণ্যবাহী জাহাজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ভারতে ট্রানশিপমেন্টের আওতায় শনিবার সকালে ৮৫টি কন্টেনার নিয়ে চট্টগ্রাম বন্দর ছেড়েছে ওশান প্রুব নামের একটি জাহাজ। এসব পণ্য এর আগে ইরাবতী স্টার নামের একটি জাহাজযোগে চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর ১৩ নম্বর জেটিতে খালাস করা হয়েছিল। গত ২ জুন প্রথমবারের মতো চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতীয় আমদানির পণ্যবোঝাই এসব কন্টেনার চট্টগ্রাম বন্দরে আসে। ১৩ নম্বর জেটিতে নোঙ্গরের পর ইরাবতী স্টার জাহাজ থেকে ভারতের তিনটি বন্দরের পণ্যবোঝাই মোট ৯২টি কন্টেনার নামানো হয়। এসব কন্টেনারের পরবর্তী গন্তব্য ভারতের চেন্নাই, কোচিন ও নভোসেবা বলে জানিয়েছে বন্দর সূত্র। ইরাবতী স্টারের স্থানীয় এজেন্ট ইউনি বেঙ্গল সূত্রে শনিবার জানানো হয়, চেন্নাই ও নভোসেবা বন্দরের ৮৫ কন্টেনার নিয়ে ওশান প্রুব নামের জাহাজটি সকাল দশটা পাঁচ মিনিটে চট্টগ্রাম বন্দর ছেড়েছে। অবশিষ্ট ৭টি কন্টেনার পরবর্তীতে কোচিন বন্দরের উদ্দেশে ভিন্ন জাহাজে পাঠানো হবে। সূত্র জানায়, এসব কন্টেনার প্রথমে কলম্বো বন্দরে যাবে। সেখান থেকে অপর দুটি জাহাজে চেন্নাই ও নভোসেবা বন্দরে যাবে। ওশান প্রুব জাহাজটির স্থানীয় সি মেরিন শিপিং লাইনস সূত্রে জানানো হয়, জাহাজটি কলম্বো বন্দরে পৌঁছার পর সেখান থেকে আরও ৩০ কন্টেনার নিয়ে এমভি এমএসসি সায়রা-২ নামের একটি জাহাজযোগে চেন্নাই বন্দরের উদ্দেশে যাত্রা করবে। অবশিষ্ট ৫৫ কন্টেনার নিয়ে ২৫ জুন এমভি এমএসসি আছিয়া নামের আরেকটি জাহাজযোগে কলম্বো থেকে নভোসেবা বন্দরের উদ্দেশে যাত্রা করবে। প্রসঙ্গত, প্রতিবেশী দেশ ভারত চট্টগ্রাম বন্দরকে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট সুবিধায় পণ্য পরিবহনের জন্য দফায় দফায় সুযোগ চেয়ে আসছিল। দীর্ঘদিন বিষয়টি নিয়ে কোন সুরাহা হয়নি। শেষ পর্যন্ত প্রথমবারের মতো ইরাবতী স্টারযোগে আসা ভারতীয় পণ্যবোঝাই ৯৫ কন্টেনার চট্টগ্রাম বন্দরে পৌঁছার পর তা ট্রানশিপমেন্টের আওতায় ভারতে পৌঁছানোর যে প্রক্রিয়া শুরু হলো তাতে বিষয়টি বাস্তবে রূপ পেয়েছে। এখানে উল্লেখ্য, ট্রানশিপমেন্টের আওতায় এসব পণ্যবোঝাই কন্টেনার চট্টগ্রাম বন্দরের ইয়ার্ডে ২৮ দিন পর্যন্ত বিনামূল্যে রাখার বিধান করা হয়েছে। এ নির্দিষ্ট সময়ের পরও কোন কন্টেনার থাকলে তার জন্য বন্দরকে নিয়মিত ভাড়া প্রদান করতে হবে।
×