ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মির্জা ফখরুল বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি

প্রকাশিত: ০৬:৪৭, ১৪ জুন ২০১৫

মির্জা ফখরুল বঙ্গবন্ধু মেডিক্যালে ভর্তি

স্টাফ রিপোর্টার ॥ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে। শনিবার দুপুর সোয়া একটার দিকে তাঁকে হাসপাতালে আনা হলে ভর্তি করা হয়। মির্জা ফখরুলকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে সকাল ১০ টায় চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে ভুগছেন। এর আগেও তাঁর একটি মাইনর এ্যাটাক হয় বলে জানা গেছে। কারাসূত্র জানায়, তাকে প্রিজন্স এনেক্সে রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হবে। তবে, বর্তমানে তাকে কেবিনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে। এর আগে গত মঙ্গলবার মির্জা ফখরুল ইসলামকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তির নির্দেশ দেয় হাইকোর্ট। এক আবেদন শুনানি শেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোঃ ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে মির্জা ফখরুলকে চিকিৎসার জন্য বিএসএমএমইউতে ভর্তিতে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে একটি রুলও জারি করে আদালত। তার চিকিৎসার নির্দেশনা চেয়ে রিট আবেদনটি করা হয়। গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাব থেকে বের হওয়ার সময় নাশকতার মামলায় গ্রেফতার করা হয় ফখরুলকে। গত ৮ জানুয়ারি তাকে পাঠানো হয় কাশিমপুর কারাগারে। গ্রেফতারের পর তাকে কয়েকবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যালে এনে চিকিৎসা দেয়া হয়।
×