ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বৃষ্টি আরও দু’দিন চলবে

প্রকাশিত: ০৬:৪২, ১৪ জুন ২০১৫

বৃষ্টি আরও দু’দিন চলবে

স্টাফ রিপোর্টার ॥ মৌসুমী বায়ুর প্রভাবে সারাদেশে শনিবারও মাঝারি থেকে ভারি বর্ষণ হয়েছে। আগামী দু’দিন তা অব্যাহত থাকার পর বৃষ্টিপাত কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বেশি বৃষ্টি হচ্ছে উত্তর-মধ্যাঞ্চল এবং উত্তর-পূর্বাঞ্চলে। শনিবার রাজধানীতে দিনভর হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়। আগামী দুদিন দেশের আকস্মিক বন্যার অবনতি ঘটতে পারে। এবার পশ্চিমবঙ্গে এখনও দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু (বর্ষা) প্রবেশ করেনি। তবে হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। আর উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল বা মাঝারি অবস্থায় রয়েছে। আজ রবিবার রাজশাহী, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের দু’ এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।
×