ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী পারাপার

প্রকাশিত: ০৪:২৮, ১৪ জুন ২০১৫

কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে অতিরিক্ত যাত্রী পারাপার

নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১৩ জুন ॥ নৌপথে একের পর এক দুর্ঘটনা ঘটলেও, কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের লঞ্চগুলোতে বন্ধ হয়নি অতিরিক্ত যাত্রী বোঝাই নিয়ে পদ্মা পারাপার। এতে এক প্রকার বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ পদ্মা নদী পাড়ি দিচ্ছেন। যাত্রীদের অভিযোগ, নজরদারি না থাকায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন লঞ্চ মালিকরা। তবে, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কথা মানতে নারাজ লঞ্চ মালিক সমিতির নেতারা। অবশ্য, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ। জানা যায়, ৩০ বছর আগে রাজধানী ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যোগাযোগে বিকল্প নৌপথ হিসেবে চালু হয় কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুট। তবে এ রুটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে বিভিন্ন সময় লঞ্চ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে অনেক মানুষ। বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি বিএম আতাউর রহমান আতাহার বলেন, ‘লঞ্চে কোন ওভারলোড হয়না এবং ভবিষ্যতেও হবে না। এই বিষয়ে আমরা সংশ্লিষ্ট সবাই তৎপর রয়েছি।’ মাদারীপুরের পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলাম বলেন, ‘কাওড়াকান্দি ঘাটে কোনো পুলিশ ফাঁড়ি নেই। এটি শিবচর থানার অধীনে রয়েছে। যখন কাওড়াকান্দিতে কোন দুর্ঘটনা ঘটে, তখন শিবচর থানা পুলিশ বিষয়টি দেখে। তবে অতিরিক্ত যাত্রী বোঝাই করে মানুষের জীবন কেউ যাতে হুমকির মুখে ফেলতে না পারে, সেই বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।’
×