ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘এক নির্ঝরের গান’ এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

প্রকাশিত: ০৪:১৪, ১৪ জুন ২০১৫

‘এক নির্ঝরের গান’ এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ স্থপতি এবং চলচ্চিত্র নির্মাতা এনামুল করিম নির্ঝর গীতিকারও। তাঁর রচিত অসংখ্য গান রয়েছে। আবার সেসব গানের সুরও করেছেন তিনি। নির্ঝরের ১০১টি গান নিয়ে ‘এক নির্ঝরের গান’ শীর্ষক এ্যালবামের প্রকাশ করেছে গানশালা। এই গানগুলো গেয়েছেন বিভিন্ন প্রজন্মের ৪২ জন শিল্পী। এ এ্যালবাম প্রকশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। এ উপলক্ষে দুই ঘণ্টাব্যাপী চলে অনুষ্ঠান। অনুষ্ঠানটি সাজানো হয় থিয়েট্রিক্যাল মিউজিক আঙ্গিকে। সেখানে ছিল একজন শিল্পীর জীবন, তাঁর স্বপ্ন, প্রত্যাশা ও বেদনার গল্প। শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানের শুরুর দিকে দেখানো হয় মৈত্রী ইসলামের ‘মা ছাড়া প্রথম জন্মদিন’, লিমনের ‘যেহেতু সরাসরি পারব না’, কোনালের ‘ভিড়ের ভেতর হারিয়ে যাওয়া’ এবং লাবিক কামাল গৌরবের ‘মনের ওজন বড্ড ভারি লাগে’ গানগুলো। এরপর মঞ্চে উপস্থাপন করা হয় এনামুল করিম নির্ঝরের লেখা একটি আলেখ্য। মোস্তাফিজ শাহিনের পরিচালনায় এতে অভিনয় করেন সিএটিএর অভিনেতা এ কে আজাদ সেতু। এতে দেখা যায় মঞ্চের ভেতরে একটি কুয়া, সেটার ভেতর থেকে একজন বেরিয়ে এসে সংলাপ আওড়াতে শুরু করেন। তাঁর স্বপ্ন তিনি গায়ক হবেন। অথচ চারপাশের সমাজ বাস্তবতা তা হতে দিচ্ছে না। চাপে পড়ে বরং তাঁর ভেতরের মানুষটি হয়ে পড়ছে অসুস্থ। এভাবে এক নির্ঝর বলছিলেন তাঁর ১০১টি গানের কথা। আলেখ্যটির সঙ্গে সঙ্গতি রেখে অভিনয়ের ফাঁকে ফাঁকে বড় পর্দায় দেখানো হয় কয়েকটি গানের ভিডিও। গান শেষে র‌্যাম্পের ওপর ক্যাটওয়াক করে গেলেন শিল্পী। এভাবে নির্ঝর রচিত ১০১টি গানের পেছনের পৃথক ভাবনা ও গল্প তুলে ধরা হয়। নির্ঝর রচিত উল্লেখযোগ কয়েকটি গানের শিরোনাম হচ্ছেÑ ‘মনের ওজন’, ‘গোপন কথাটা রাখছি পকেটে’, ‘ক্রীতদাসী’, ‘হয় কিংবা না হয়’, ‘বৃষ্টি তোমার চোখের পানি’, ‘ফসকে যাওয়া সুযোগ’, ‘আমি’, ‘তিল থেকে তাল’, ‘নিয়মিত সংঘাতে’, ‘গোপন কথা গোপন বাক্সে’, ‘বিষধর সাপ’, ‘ফাঁকা বালিশ’, ‘আবছা ছায়া’, ‘হায় হায় চাঁদমামা’ ‘নূপুরে নূপুরে হালকা যুদ্ধ’ ইত্যাদি। ব্যতিক্রম এ আয়োজন প্রসঙ্গে গীতিকার নির্ঝর জানান, এক নির্ঝরের গানের দর্শন হচ্ছে আমি থেকে আমরায় রূপান্তর। এটা হবে বিভিন্ন পেশা, বয়স ও মানসিকতার মানুষের বোঝাপড়ার অভিযান।
×