ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জামালপুরে যমুনায় বিলীন ৫০ বসতবাড়ি

প্রকাশিত: ০৫:৪৫, ১৩ জুন ২০১৫

জামালপুরে যমুনায় বিলীন ৫০ বসতবাড়ি

নিজস্ব সংবাদদাতা জামালপুর: জামালপুরে ইসলামপুরে যমুনার ভাঙনে উপজেলার গুঠাইল বাজার উত্তর পার্শ্বে বেলগাছা ইউনিয়নের প্রায় ৫০টি বসতবাড়ি যমুনা নদীতে বিলীন হয়েছে। আরও ভাঙনের শিকার হতে চলছে প্রায় শতাধিক বসতবাড়ি, অসংখ্য গাছপালা, হাটবাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ হাজার হাজার একর ফসলী জমি। যমুনার বামতীর ইসলামপুর উপজেলার কুলকান্দির শক্ত অবকাঠামো বাঁধ থেকে গুঠাইলবাজার বাঁধ পর্যন্ত প্রায় সাড়ে ৩ কিলোমিটার এলাকাজুড়ে ঘূর্ণায়মান স্রোতে আবর্তে বর্ষার শুরুর পূর্বে শুকনো মৌসুমে ভাঙন শুরু হয়েছে। এ ভাঙনে কুলকান্দির শক্ত অবকাঠামো বাঁধ থেকে গুঠাইল বাজার পর্যন্ত বেলগাছার ঘোনাপাড়া, গোয়ালের ডোবা, মাঝপাড়া, মধ্য বেলগাছা থেকে শুরু করে গুঠাইল বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে। বর্তমানে ধনুরবাগে দাঁড়িয়েছে তা’ প্রায় সাড়ে ৫ কিলোমিটার।
×