ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্ত্রীকে লেবাননে পাচার, যশোরে মামলা করে বিপাকে স্বামী

প্রকাশিত: ০৫:৪২, ১৩ জুন ২০১৫

স্ত্রীকে লেবাননে পাচার, যশোরে মামলা করে বিপাকে স্বামী

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ বাঘারপাড়ার জহুরপুর গ্রামের হারুন মিয়া আদালতে পাচার মামলা করে বিপাকে পড়েছেন। আসামিদের অব্যাহত হুমকির মুখে এখন বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। আসামিদের ভয়ে বাড়ির লোকজন চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। জানা গেছে, বাঘারপাড়ার জহুরপুর গ্রামের হারুন মিয়ার স্ত্রীকে লেবাননে ভাল বেতনে চাকরির প্রস্তাব দেয় প্রতিবেশী ঝিনাইদহের কালীগঞ্জের তত্তিপুর গ্রামের আব্দুল আজিজ ও তার ছেলে সেলিম ও আব্দুর রহমান । আব্দুল আজিজের স্ত্রী সেখানে চাকরি করে এবং তাদের দেখাশোনা করবে বলে আশ্বাস দেয়। তাদের কথায় বিশ্বাস করে হারুন তার স্ত্রীকে লেবাননে পাঠানোর উদ্দেশে আসামিদের ৬০ হাজার টাকা দেয় । আসামিরা তাকে ১২ এপ্রিল সকালে বাড়ি থেকে লেবাননের উদ্দেশে নিয়ে যায়। ১৫ দিন পর আসামিরা বাড়ি এসে জানায়, সে লেবাননে পৌঁছে গেছে এবং চাকরিতে যোগ দিয়েছে। ৩০ মে দুপুরে হারুনের স্ত্রী ফোন করে জানায়, আসামিরা মানবপাচার দলের সদস্য। তারা তাকে লেবাননে নিয়ে বিক্রি করে দিয়েছে। তার ওপর অমানুষিক নির্যাতন করছে। স্ত্রীকে উদ্ধারে ব্যর্থ হয়ে হারুন বাদী হয়ে ২ জুন মানবপাচার প্রতিরোধ ট্রাইব্যুনালে মামলা করেন।
×