ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এক কোটি টাকার বেশি টার্নওভার হলেই ভ্যাট

প্রকাশিত: ০৫:৩৯, ১৩ জুন ২০১৫

এক কোটি টাকার  বেশি টার্নওভার  হলেই ভ্যাট

অর্থনৈতিক রিপোর্টার ॥ এক কোটি টাকার বেশি টার্নওভারযুক্ত (বার্ষিক লেনদেন) ব্যবসায়িক প্রতিষ্ঠানকে সেবা গ্রহণের পর বিল পরিশোধের সময় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে ভ্যাট আদায় করতে হবে। ২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মূল্য সংযোজন কর বিধিমালা, ১৯৯১ তে এ সংক্রান্ত নতুন একটি বিধি-১৮ চ সংযোজন করা হয়েছে। এই বিধির ফলে এখন থেকে এক কোটি টাকার বেশি টার্নওভারযুক্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দরপত্রের মাধ্যমে ৩৭টি সেবা গ্রহণের পর বিল পরিশোধের সময় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কাছ থেকে নির্ধারিত হারে উৎসে ভ্যাট আদায় করতে হবে। যেসব সেবা গ্রহণের পর ভ্যাট আদায় করতে হবে : ডেকোরেটর্স ও ক্যাটারার্সের ক্ষেত্রে ১৫ শতাংশ, মোটরগাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ক্ষেত্রে ৭.৫ শতাংশ, ডকইয়ার্ডের ক্ষেত্রে ৭.৫ শতাংশ, নির্মাণ সংস্থার ক্ষেত্রে ৫.৫ শতাংশ, বিজ্ঞাপনী সংস্থার ক্ষেত্রে ১৫ শতাংশ, ছাপাখানা ও নিলামকারী সংস্থার ক্ষেত্রে ১৫ শতাংশ, ভূমি উন্নয়ন ও ভবন নির্মাণ সংস্থার ক্ষেত্রে ৩ শতাংশ, জরিপ সংস্থার ক্ষেত্রে ১৫ শতাংশ, মূলধনী যন্ত্রপাতি ভাড়া প্রদানকারী সংস্থার ক্ষেত্রে ১৫ শতাংশ, আসবাবপত্র ক্রয়ের ক্ষেত্রে ৬ শতাংশ, পণ্য মেরামত ও সার্ভিসিংয়ের কাজে নিয়োজিত সংস্থার ক্ষেত্রে ১৫ শতাংশ, যোগানদার খাতে ৪ শতাংশ, পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের ক্ষেত্রে ২.২৫ শতাংশ, অন্যান্য পরিবহনের ক্ষেত্রে ৭.৫ শতাংশ, নিলামের মাধ্যমে পণ্য কেনা ক্রেতার কাছ থেকে ৪ শতাংশ, তথ্যপ্রযুক্তি নির্ভর সেবার ক্ষেত্রে ৪.৫ শতাংশ এবং স্পন্সরশিপ সেবা গ্রহণের ক্ষেত্রে ৭.৫ শতাংশ হারে উৎসে ভ্যাট আদায় করতে হবে। একইভাবে কনসালটেন্সি ফার্ম, ইজারাদার, অডিট এ্যান্ড এ্যাকাউন্টিং ফার্ম, সিকিউরিটি সার্ভিস, আইন পরামর্শক, যানবাহন ভাড়া প্রদানকারী সংস্থা, আর্কিটেক্ট, ডিজাইন ইন্টেরিয়র, গ্রাফিক্স ডিজাইন, ইঞ্জিনিয়ারিং ফার্ম, সাউন্ড সিস্টেম ও আলোক সজ্জা সরঞ্জাম ভাড়া, প্রতিষ্ঠানের বোর্ড সভায় যোগদানকারী ব্যক্তি, টিভি চ্যানেলে বিজ্ঞাপন প্রচার, চার্টার্ড বিমান ভাড়া প্রদানকারী প্রতিষ্ঠান, ভবন পরিষ্কার ও রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠান, লটারির টিকেট বিক্রয়কারী প্রতিষ্ঠান, অনুষ্ঠানের আয়োজক, মানবসম্পদ সরবরাহ বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান এবং অন্যান্য বিবিধ সেবা গ্রহণের ক্ষেত্রে বিল পরিশোধের সময় ১৫ শতাংশ হারে উৎসে ভ্যাট আদায় করতে হবে।
×