ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চার তরুণ শিল্পীর প্রদর্শনী ‘ওনলি কানেক্ট, এডিশন টু’

প্রকাশিত: ০৪:২৮, ১৩ জুন ২০১৫

চার তরুণ শিল্পীর প্রদর্শনী  ‘ওনলি কানেক্ট,  এডিশন টু’

সংস্কৃতি ডেস্ক ॥ বেঙ্গল ফাউন্ডেশনের আর্টস প্রোগ্রামের নিরীক্ষামূলক প্রদর্শনী ‘ওনলি কানেক্ট’ চিত্রশিল্পের বিভিন্ন মাধ্যমের শিল্পকর্ম নিয়ে পরিচয় এবং প্রসারের একটি নতুন ধারা। যেখানে শুধু তরুণ ও নবাগত অথচ প্রতিভাবান শিল্পী তারাই এ আয়োজনে প্রাধান্য পেয়ে থাকেন। এই আয়োজনের ধারাবাহিকতায় ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটে চার তরুণ শিল্পী ফারহানা প্রিয়া, জুবলি দেওয়ান, আফসানা শারমিন ঝুমা এবং সানজিদ মাহমুদের শিল্পকর্ম নিয়ে চলছে ‘ওনলি কানেক্ট, এডিশন ওয়ান’ শীর্ষক প্রদর্শনী। প্রদর্শনীতে ফারহানা প্রিয়া তুলে ধরেছেন টেক্সটাইল আর্ট ও রেখাচিত্র। রঙিন চিত্রাঙ্কনে স্নাতকোত্তর করা সত্ত্বেও টেক্সটাইল শিল্পের প্রতি তার বরাবর এক আকাঙ্খা ছিল। ওনলি কানেক্টের এ সংস্করণে, ‘রিকশা সাগা’ নামক শীর্ষক শিল্পকর্মগুলোতে তিনি নারীদের দৈনন্দিন রিক্সায় চলাচলের সময় যে দুর্ভোগের শিকার হয় তা তুলে ধরতে চেয়েছেন। পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলা হতে আগত শিল্পী জুবলি দেওয়ান টেক্সটাইল আর্ট ও রেখাচিত্রের মাধ্যমে তার চিত্রকর্মগুলোতে তুলে ধরেছেন সেই অঞ্চলের মানুষগুলার দুঃখ-দুর্দশা। শিল্পীর মতে, সে অঞ্চলের মানুষগুলো কোন অজানা কারণে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করতে ব্যর্থ হয়। সর্বদা এক ভয় তাদেরকে এই সৌন্দর্য দর্শনে বিরত রাখে। তার জন্যই পার্বত্য চট্টগ্রামের সৌন্দর্য অনেকটাই ধূসর। শিল্পী আফসানা শারমিন ঝুমা তার আগের প্রদর্শনীগুলোতে নিজেকে অন্বেষণ করেছেন দুরেক্ষণ, স্থান-নির্ভর, পারফরম্যান্স এবং স্থাপনা শিল্পের মধ্য দিয়ে। এই প্রদর্শনীতে তিনি ভাস্কর্য নিয়ে নিরীক্ষা করেছেন তার আবেগের সঙ্গে যুক্ত একটি মৃত গাছের কিছু অংশের মাধ্যমে। আরও তুলে ধরেছেন চট্টগ্রাম হতে ঢাকায় স্থনান্তরের ফলে তার শরীরী যে পরিবর্তন। সানজিদ মাহমুদ ‘দ্য ওয়াল’ শীর্ষক শিল্পকর্মের মধ্য দিয়ে তিনি উপস্থাপন করেছেন পথভ্রষ্ট মানুষের করুণ নিয়তি। যাতে ব্যবহার করেছেন গলিত পিচ এবং স্পঞ্জের স্যান্ডেল। ব্যতিক্রমী প্রদর্শনী উপলক্ষে আজ শনিবার ধানম-ির বেঙ্গল ক্যাফেতে নবীন এই শিল্পীদের নিয়ে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রদর্শনী চলবে আগামীকাল রবিবার পর্যন্ত। প্রসঙ্গত, ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কট শিল্পাঙ্গনে নিয়মিত চিত্র-প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বেঙ্গল ফাউন্ডেশন চিত্রশিল্পী, শিল্পবোদ্ধা এবং দেশের প্রতিষ্ঠিত ও নবীন সংস্কৃতি-অনুরাগীদের সঙ্গে সেতুবন্ধন সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে। শিল্প নিয়ে নিত্য-নতুন ধারণা এবং নতুন ধরনের কাজ অনুসন্ধান করাও অন্যতম উদ্দেশ্য। কেন্দ্রটি সবার জন্য উন্মুক্ত। আর্টস প্রিসিঙ্কট বেঙ্গল ফাউন্ডেশনের সামগ্রিক লক্ষ্যকে প্রসারিত করবে এবং ফাউন্ডেশনের অন্যান্য সাংস্কৃতিক কর্মকা-ের সম্পূরক হিসেবে কাজ করবে। নবীন ও প্রতিভাধর শিল্পীদের নিরীক্ষাধর্মী কাজ প্রদর্শন ও কাজের বিষয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় ও আলাপ-আলোচনার সুযোগ সৃষ্টি হবে। সমাজের সঙ্গে নবীন শিল্পীদের কাজ ও তাঁদের চিন্তা-চেতনা সম্পৃক্ত করার উদ্দেশ্যে আর্টস প্রিসিঙ্কট বিভিন্ন কার্যক্রম হাতে নেবে বলে জানা গেছে। ডেইলি স্টার-বেঙ্গল আর্টস প্রিসিঙ্কটের কার্যক্রমের মধ্য দিয়ে বেঙ্গল ফাউন্ডেশন শিল্প ও সংস্কৃতির পরিচর্যা অব্যাহত রাখবে বলে জানা গেছে।
×