ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আইজিসিসি’তে সৌমিত্রকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

প্রকাশিত: ০৪:২৮, ১৩ জুন ২০১৫

আইজিসিসি’তে সৌমিত্রকে নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

সংস্কৃতি ডেস্ক ॥ উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র, টিভি ও মঞ্চ অভিনেতা এবং আবৃত্তি শিল্পী সৌমিত্র চট্টোপাধ্যায়। কিংবদন্তি এই শিল্পীর বর্ণাঢ্য জীবন নিয়ে বাংলাদেশের লেখক-নির্মাতা মাসুদ করিম গত বছর ‘কৃষ্ণকলি’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মাণ করেন। গত বছরই কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ত্রিগুনা সেন মিলনায়তনে এ প্রামাণ্যচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়। গতকাল শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে (আইজিসিসি) ‘কৃষ্ণকলি’ প্রামাণ্যচিত্রটির প্রদর্শনীর আয়োজন করা হয়। এ প্রদর্শনীর আগে ছিল আলোচনা অনুষ্ঠান। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. আনিসুজ্জামান। প্রামাণ্যচিত্রে উঠে এসেছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শৈশব থেকে শুরু করে জীবনের বিভিন্ন দিক এবং অনেক অজানা তথ্য। প্রামাণ্যচিত্রটির দৃশ্যধারণ হয়েছে ভারতের কলকাতা, কৃষ্ণনগর, নদিয়া এবং বাংলাদেশের কয়া গ্রাম, কুষ্টিযা, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকায়। প্রামাণ্যচিত্রের শিরোনাম-গান গেয়েছেন লালনগীতি শিল্পী ফরিদা পারভীন। প্রসঙ্গত, মাসুদ করিম ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করে জাপান চলে যান। জাপানের জাতীয় টিভি চ্যানেল এনএইচকেতে ১৩ বছর ইন্টারপ্রিটার হিসেবে কাজ করেছেন। ১৯৯৮ সালে দেশে ফিরে আসেন মাসুদ।
×