ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হিসাব বিজ্ঞান ২য় পত্র

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:২২, ১৩ জুন ২০১৫

উচ্চমাধ্যমিক শ্রেণির পড়াশোনা

১. ′মামুন ব্রাদার্সের′ ২০১৩ মালের বন্টনযোগ্য মুনাফা দাঁড়ায় ৫,৬০০ টাকা। এটি ২ : ৩ অনুপাতে ভাগ করা হবে। এক্ষেত্রে ২/৫ অংমের টাকার পরিমাণ নির্ণয় করো। ক) ৩২৫০ টাকা খ) ২,৭৫০ টাকা গ) ২,২৪০ টাকা ঘ) ১,৯৮০ টাকা ২. মজুদ আবর্তন অনুপাতের আদর্শ মান হচ্ছে - ক) ৬ বার খ) ৭ বার গ) ৮ বার ঘ) ৯ বার ৩. আর্থিক বিবরণী বিশ্লেষণের হাতিয়ার কয়টি? ক) দুইটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি ৪. পণ্য ক্রয়-বিক্রয়কারী প্রতিষ্ঠানে বিক্রয়ের জন্য যে পণ্য সংরক্ষণ করা হয় তাকে কী বলে? ক) কাঁচামাল খ) আংশিক উৎপাদিত পণ্য গ) পূর্ণ উৎপাদিত পণ্য ঘ) মজুদ পণ্য ৫. বাজেট পুস্তিকাতে বর্ণিত থাকে - র. বাজেট সংক্রান্ত দায়িত্ব-কর্তব্য রর. কার্যাবলি সম্পাদনের বিস্তারিত বর্ণনা ররর. ব্যবসায়ের সামগ্রিক বাজেট তৈরির সময়সীমা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৬. কোনটি অনুসরণ করে আধুনিক সময়ের আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুুত করা হয়? ক) ওঋজঝ-ও খ) অওঝ-ও গ) ওঋওঈ-ও ঘ) অঅঅ-ও ৭. কারা লভ্যাংশের পরিমাণ নিরূপণ করেন? ক) ঋণদাতাগণ খ) শেয়ারহোল্ডারগণ গ) পরিচালকগন ঘ) পাওনাদারবৃন্দ ৮. জাবেদ হোসেন তার পেপার মিলের জন্য এক বছরের বেশি সময়ের জন্য বাজেট প্রস্তুত করেন। তার এ বাজেটকে কী বলে? ক) স্থায়ী বাজেট খ) চলতি বাজেট গ) দীর্ঘমেয়াদী বাজেট ঘ) পরিবর্তনশীল বাজেট ৯. অব্যবসায়ী প্রতিষ্ঠান বলতে কী বোঝায়? ক) যেসব প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্যি করে না খ) যেসব প্রতিষ্ঠান পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয়ের কাজে লিপ্ত থাকে না গ) যেসব প্রতিষ্ঠান ব্যবসা-বাণিজ্যি করে না কিন্তু সমাজের উন্নয়নমূলক কাজে ব্যস্ত থাকে ঘ) যেসব প্রতিষ্ঠান সেবা প্রদান করে মুনাফা অর্জন করে ১০. --- পদ্ধতিতে চলতি বছরের প্রতিটি খাতে নগদ আদান-প্রদান নির্ণয় করে নগদ প্রবাহ বিবরণী তৈরি করা হয়। ক) প্রত্যক্ষ পদ্ধতি খ) পরোক্ষ পদ্ধতি গ) নগদ পদ্ধতি ঘ) কোনটিই নয় ১১. অব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে গণ্য - র. ক্লাব রর. শিক্ষাপ্রতিষ্ঠান ররর. হাসপাতাল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১২. অংশীদারগণ যদি দু’মাস অন্তর অন্তর একটি নির্দিষ্ট অর্থ উত্তোলন করে উক্ত উত্তোলনের ওপর কত সময়ের সুদ ধরতে হবে? ক) ৫.৫ মাসের খ) ৩.৫ মাসের গ) ২.৫ মাসের ঘ) ১.৫ মাসের ১৩. মালিকানা তহবিল ২,০০,০০০ টাকা। সম্পত্তির পরিমাণ ২,৫০,০০০ টাকা হলে দায়ের পরিমাণ কত হবে? ক) ২,৭০,০০০ টাকা খ) ৫০,০০০ টাকা গ) ৪,৫০,০০০ টাকা ঘ) ২,২৫,০০০ টাকা ১৪. মাল খতিয়ান কোথায় রাখা হয়? ক) কারখানায় খ) গুদামে গ) উৎপাদন ব্যয় হিসাব বিভাগে ঘ) ব্যবস্থাপকের কাছে ১৫. আয়াতিরিক্ত ব্যয় আর্থিক অবস্থার বিবরণীতে কোথায় দেখানো হয়? ক) আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পার্শ্বে খ) অনুদানের সাথে যোগ করে গ) প্রারম্ভিক মূলধন তহবিলের সাথে যোগ করে ঘ) প্রারম্ভিক মূলধন তহবিল থেকে বিয়োগ করে ১৬. যারা শেয়ার ক্রয় করে তারা কোম্পানির - র. মালিক রর. শেয়ারহোল্ডার ররর. মূলধনের যোগানদাতা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ১৭. অংশীদারি ব্যবসায় অনিবন্ধিত থাকার ফলাফল-
×