ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

অষ্টম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৪:২২, ১৩ জুন ২০১৫

অষ্টম শ্রেণির পড়াশোনা

১. চুনাপাথরে তাপ দিলে কোন বিক্রিয়া সম্পাদিত হয়? ক) সংযোজন খ) সংশ্লেষণ গ) প্রতিস্থাপন ঘ) বিয়োজন ২. কাকে জিনতত্ত্বের জনক বলা হয়? ক) মেন্ডেল খ) অ্যারিস্টটল গ) সালিম আলী ঘ) রবার্ট হুক ৩. যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরুপ সৃষ্টি করে তাকে কী বলে? ক) স্পোর উৎপাদন খ) পরাগায়ন গ) প্রজাতি নিয়ন্ত্রণ ঘ) প্রজনন ৪. সকল শর্করা জাতীয় খাদ্যে কয়টি মৌলিক উপাদান রয়েছে? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ৫. কোনটির কাঠামোর ওপর ফিউজ তার আটকানো থাকে? ক) চিনামাটির খ) ইস্পাতের গ) পিতলের ঘ) কাঠের ৬. ক্রিকেট বলকে উপর দিকে ছুড়ে দিলে মাটিত পড়ে কারণ- ক) উপরে বাতাস কম খ) মহাকর্ষ বল গ) অভিকর্ষ বল ঘ) উপরে বাতাস বেশি ৭. কোন বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন? ক) হাইগেন খ) রোমার গ) গিলবার্ট ঘ) স্নেল ৮. অ্যারিস্টটলের মতে পদার্থসমূহ- র. নিরবচ্ছিন্ন রর. অবিভাজ্য ররর. ক্ষুদ্র হতে ক্ষুদ্রতর নিচের কোনটি সঠিক? ক) র খ) র ও ররর গ) রর ঘ) ররর ৯. প্যাঙ্কটন জাতীয় ক্ষুদে উদ্ভিদকে কী বলে? ক) জুও প্যাঙ্কটন খ) ফাইটো প্যাঙ্কটন গ) শৈবাল ঘ) জলজ উদ্ভিদ ১০. জর্জ সাইমন ওহমের জন্ম কত সালে? ক) ১৭৮৩ খ) ১৮৯৭ গ) ১৯৮৭ ঘ) ১৮৮৮ ১১. যে সকল প্রাণী উদ্ভিদ থেকে পাওয়া জৈব পদার্থ খাদ্য হিসাবে ব্যবহার করে তাদের কী বলা হয়? ক) উৎপাদক খ) খাদক গ) বিয়োজক ঘ) খাদ্য ১২. গ্রহ ও নক্ষত্রের এক বৃহৎ দল হলো- ক) ছায়াপথ খ) মহাকাশ গ) মহাবিশ্ব ঘ) গ্যালাক্সি ১৩. কোন ক্ষেত্রে দুটি বস্তকরণার মধ্যে আকর্ষণ বল বেশি হয়? ক) ভর কম হলে খ) দূরত্ব বেশি হলে গ) ওজন বেশি হলে ঘ) ভর বেশি হলে ১৪. আলো তীর্যকভাবে একদিকে লাগলে ভ্রূণমুকুলাবরণী আলোর উৎসের দিকে কীভাবে বৃদ্ধি পায়? ক) বক্র হয়ে খ) সোজা হয়ে গ) নিচু হয়ে ঘ) উচু হয়ে ১৫. যে সকল কারণে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন ঘটে সে সকল কারণে বস্তুর কীসের পরিবর্তন হয়? ক) ওজন খ) ভর গ) বেগ ঘ) শক্তি ১৬. গর্ভমুন্ডে স্থানান্তরিত হওয়ার পর পরাগরেণু- র. স্থিত হয় রর. আবরণ ভেদ করে বেরিয়ে আসে ররর. চুপসে যায় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ১৭. জীবের জনন ও নিম্নশ্রেণির উদ্ভিদের জাইগোটে কোন ধরনের বিভাজন ঘটে? ক) মাইটোসিস খ) মিয়োসিস গ) অ্যামাইটোসিস ঘ) বাডিং ১৮. কোন বলের জন্য ছুড়ে দেওয়া বস্তু পুনরায় ফিরে আসে? ক) ধ্রুব বল খ) স্থানিক বল গ) অভিকর্ষ ঘ) কৌনিক বল ১৯. বুদ্ধিমত্তা নিয়ন্ত্রণ করা কোন মস্তিষ্কের কোন অংশের কাজ? ক) মেডুলা খ) লঘু মস্তিষ্ক গ) গুরু মস্তিষ্ক ঘ) মাধ্য মস্তিষ্ক ২০. বীজত্বক কয় স্তর বিশিষ্ট? ক) ১ খ) ২ গ) ৩ ঘ) ৪ ২১. ক্যামেরায় কিসের সাহায্যে প্রতিবিম্ব উজ্জল করা হয়? ক) সাটার খ) ডায়াফ্রাম গ) ক্যামেরা লেন্স ঘ) চিত্রগ্রাহী পেট
×