ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দ্বীপ নির্মাণ বন্ধ করতে চীনের প্রতি ফের আহ্বান পেন্টাগনের

প্রকাশিত: ০৪:১৮, ১৩ জুন ২০১৫

দ্বীপ নির্মাণ বন্ধ করতে চীনের প্রতি ফের আহ্বান পেন্টাগনের

দক্ষিণ চীন সাগরে কৃত্রিম দ্বীপ নির্মাণ বন্ধ করতে নতুন করে চীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। একটি দ্বীপে চীন অস্ত্র মোতায়েন করছে বলে অভিযোগ আনার কয়েক সপ্তাহ পর পেন্টাগন এ আহ্বান জানাল। চীনের কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল ফ্যান চ্যাংলংয়ের সঙ্গে এক বৈঠকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী এ্যাস্টোন কার্টার আমেরিকার উদ্বেগের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি দক্ষিণ চীন সাগরের মালিকানার দাবি ও কৃত্রিম দ্বীপ নির্মাণের বিষয়ে যাবতীয় কর্মকাণ্ড বন্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানান। এছাড়া আন্তর্জাতিক আইন অনুসারে ভূখণ্ডগত সমস্যা সমাধানের কথাও বলেছেন তিনি। পেন্টাগনের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভ ওয়ারেন জানান, বৈঠকের বিষয়ে যাতে গণমাধ্যমে খুব বেশি ফলাও করে প্রচার না করা হয় সে বিষয়ে চীনা সামরিক কর্মকর্তা অনুরোধ করেছেন। দক্ষিণ চীন সাগরের মালিকানা নিয়ে কয়েক বছর ধরে আঞ্চলিক দেশগুলোর সঙ্গে চীনের টানাপড়েন চলছে। -ওয়েবসাইট
×