ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে গোপন বৈঠক জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মী আটক, পেট্রোল বোমা উদ্ধা

প্রকাশিত: ০৮:৩১, ১২ জুন ২০১৫

গাজীপুরে গোপন বৈঠক  জামায়াত-শিবিরের  ৩৪ নেতাকর্মী  আটক, পেট্রোল  বোমা উদ্ধা

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১১ জুন ॥ গোপন বৈঠকের সময় শহরের একটি চাইনিজ হোটেল থেকে মহানগর জামায়াতের সেক্রেটারিসহ জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মীকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০টি পেট্রোলবোমা ও বিপুল পরিমাণ সরকারবিরোধী লিফলেট উদ্ধার করা হয়েছে। জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, নাশকতার পরিকল্পনার উদ্দেশে বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শহরের শিববাড়ি মোড় এলাকার ওই রেস্টুরেন্টে জামায়াত-শিবিরের কর্মীদের গোপন বৈঠকের খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশ জামায়াতের গাজীপুর মহানগর শাখার সেক্রেটারি খাইরুল হাসানসহ জামায়াত-শিবিরের ৩৪ নেতাকর্মীকে আটক করে। এদিকে জামায়াতের গাজীপুর মহানগর শাখার ভারপ্রাপ্ত আমির এস এম সানাউল্লাহ জানান, ওই রেস্টুরেন্টে নেতাকর্মীরা সাধারণ মানুষদের সঙ্গে একটি চা-চক্রে অংশ নেন। এ সময় পুলিশ গিয়ে সেখান থেকে তাদের ৩৪ নেতাকর্মীকে আটক করে। তাদের কাছে কোন পেট্রোলবোমা বা লিফলেট ছিল না।
×