ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

কিবরিয়া হত্যা মামলা সিলেটের দ্রুত বিচার আদালতে প্রেরণ

প্রকাশিত: ০৬:৫৭, ১২ জুন ২০১৫

কিবরিয়া হত্যা মামলা সিলেটের দ্রুত বিচার আদালতে প্রেরণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১১ জুন ॥ আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শামস কিবরিয়া হত্যা মামলাটি এখন হবিগঞ্জ থেকে সিলেটের দ্রুত বিচার আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আতাব উল্লাহ এই আদেশ দেন। তার আগে মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ কগনিজেন্স-১-এর বিজ্ঞ বিচারক নিশাত সুলতানা জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জেএম শাখার মাধ্যমে এই মামলাটি সিলেট দ্রুত বিচার নিষ্পত্তি আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। এদিকে বাদী পক্ষের আইনজীবী এ্যাডভোকেট সুলতান মাহমুদ জানান, হবিগঞ্জের আদালতে আইনী প্রক্রিয়া শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত মোতাবেক মামলাটি সিলেট দ্রুত বিচার আদালতে পাঠানো হয়েছে। ২১ জুন মামলাটি নতুন আদালতে শুনানি হবে। পরবর্তীতে মামলাটি গ্রহণের পর ১৩৫ দিনের মধ্যে বিচারের মাধ্যমে তা নিষ্পত্তি হবে। বিগত ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে ঘাতকের ছোড়া গ্রেনেডে সাবেক অর্থমন্ত্রী ও তাঁর ভাতিজা শাহ মঞ্জরুল হুদা মঞ্জুসহ অন্তত ৫ আওয়ামী লীগ নেতাকর্মী নিহত ও আহত হন শতাধিক লোক। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২টি মামলা দায়ের করে।
×